দোয়া কবুলের উত্তম সময় গুলো জেনে রাখুন



আল্লাহর কাছে কোন কিছু চাইতে হলে বা কোন বিষয়ে দোয়া করতে হলে কোন সময়ের প্রয়োজন হয় না। আল্লাহ্ মানুষের দোয়া বা মানুষের মনের কথা সব জানেন তিনি তো অন্তরজামী। তিনি বান্দার সকল বিষয়ের নজরদারি করেন। তার পরও আল্লাহর কাছে কিছু কিছু সময় খুবই প্রিয়, সেই সময়ে আল্লাহ্ নিকট বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা  বেশি থাকে। তাই সেই নিধারিত সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সেই সময় গুলো বিস্তারিত আলোচনা করা হলোঃ

০১। রাতের শেষ অংশের দোয়া কবুল হয়।
০২। বৃষ্টি পড়ছে এমন সময় দোয়া করলে দোয়া কবুল হয়।
০৩। আজান হচ্ছে আজনের উত্তর দিন এবং আজানের দোয়া পড়ুন তার পর রাসুলের প্রতি দরূদ পরুন তার পর হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইন শা আল্লাহ।
০৪। আজান হয়েছে একামাত হবে আজান ও একামতের মাঝের সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
০৫ সুন্দর করে  অজু করেন, অজু কারার পর দোয়া করলে দোয়া কবুল হয়।
০৬। দুই রাকাত নামাজ পড়েন, নামাজে মনযোগ ঠিক রাখার চেষ্টা করুন তার পর হাত ‍তুলে দোয়া করুন দোয়া কবুল হয়।
০৭। আপনি কোন ভালো কাজ করেছেন , কোন গোপনে দান করেছেন বা দান সদকা করেছেন ,  সেই ভালো কাজের উছিলা করে দোয়া করুন দোয়া কবুল হয়ে যাবে ইন শা আল্লাহ।
০৮। সেজদায় গিয়ে তাসবিহ্ পাঠ করেন তার পর আল্লাহর নিকট যে দোয়াই করবেন দোয়া কবুল হয় যাবে ইন শা আল্লাহ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url