Breaking News

গুরাত্বপূর্ণ দোয়া ও জাল হাদিস চেনার উপায়



বিপদে পড়লে কখুনও নিরাশ হবেন না, আল্লাহর রহমত হতে নিরাস হবেন না,  আপনি আল্লাহর দয়া সব সময় আপনার সাথেই থাকবে। মনে রাখাবেন বিপদ দিয়ে আল্লাহ্ আমাদের পরিক্ষা করেন এবং তিনিই আমাদের বিপদ থেকে রক্ষা করেন।

বিপদের সময় এই দোয়া পড়লে আল্লাহ্ তার সাথে থাকবেন।
”কাল্লা ইন্না রাব্বি মা-ইয়্যা সাইয়্যাহতদ্বীন”

রাসুল (সাঃ) দিনের শুরুতেই ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন 
”আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবাহ ওয়া আমালান মুতাকাব্বালা”
প্রতিদিন ফজরের সালাতেরে পরে বিশ্ব নবী (সাঃ) এই দোয়া পড়তেন।

অর্থঃ হে আল্লাহ্ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই। আল্লাহ্ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই।
আল্লাহ্ তোমার কাছে আমি কবুল যোগ্য আমল চাই। আমার আমলগুলো যেন কবুল হয়।

কয়েকটি জাল হদিসের সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন।
কয়েকটি জাল হাদিস নিচে উল্লেখ করা হলোঃ 
০১। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। 
০২। ১৮ হাজার মাখলুকত আল্লাহ্ তাআলা সৃষ্টি করেছেন।
০৩। জ্ঞানীর কলমের কালি শহিদের রক্তের চাইতেও প্রবিত্র।
০৪। জ্ঞান অর্জনের জন্য সুুদূর চীন দেশে হলেও যাও।
০৫। সামান্য এক মহূর্তের ধ্যান মঘ্নতা ৬০ বছরের ইবাদতের চেয়েও উত্তম।

মহানবী (সাঃ) বলেছেন যে ব্যাক্তি আমার নামে কোন মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দিবে প্রচার করবে সে যেন জাহান্নামে যাওয়ার জন্য তার টিকেট রির্জাভেশন করে ফেলল।

No comments

info.kroyhouse24@gmail.com