Breaking News

ভ্রমণের সময়ের যেসব বিষয় খেয়াল রাখতে হবে

ভ্রমণের প্রয়োজনীয় টিপস

বেড়াতে যাওয়ার আগে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ভালোভাবে পড়ুন। যেখানে যাবেন, সেই জায়গা সম্বন্ধে খোঁজখবর নিন। সেখানকার আবহাওয়া সম্পর্কে জেনে নিন। থাকার হোটেল বা রিসোর্ট নির্বাচন করে আগে থেকে বুকিং দিন। যে স্থানে ভ্রমণে যাচ্ছেন, প্রয়োজনে সেখানে গাইডের সাহায্য নিন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের সব ব্যবস্থা করলে, আগে আগেই সব খোঁজখবর নিন। সে কোনো যানবাহন থেকে নামার সময় কোনো মালপত্র ফেলে গেলেন কি না সেদিকে খেয়াল রাখুন। নামার সময় তাড়াহুড়ো করবেন না।

যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার জরুরি ফোন নাম্বার এবং লোকেশন সম্পর্কে তথ্য আগে থেকে সংগ্রহ করে রাখুন।
কোথায় গাড়ি পার্ক করছেন এ ব্যাপারে একটু সতর্ক থাকুন, কেননা চোরেরা টুরিস্টের গাড়ি বুঝতে পারলে চুরি হওয়ার ঝুঁকি বেশী। ভ্রমণে যাচ্ছেন এই বিষয়ে ফেসবুক, টুইটার, ব্লগে স্ট্যাটাস দিতে পারেন। এর ফলে সবাইকে শুধু বিষয়টি জানালেই হবে না, ওই এলাকার আপনার কোনো বন্ধু থাকলে প্রয়োজনে সেও সাহায্য করতে পারবে।

ভ্রমণের সময় অপরিচিত লোকদের ব্যাপারে সতর্ক থাকুন। 
ভ্রমণের সময় চাকাবুক্ত ব্যাগ ব্যবহার করতে পারেন। এটি বহন করতে সুবিধা হবে এবং কষ্ট কম লাগবে। 
প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু টাকা সাথে রাখুন । পানির একটি বোতল প্রতিটি ব্যাগপ্যাকের সাথে রাখুন। 
ওজন স্বল্পতার জন্য বোতলটি আকারে ছোট হলেও অসুবিধা নেই।
পরিমিত খাবার এবং পর্যাপ্ত পানি পান করুন।
বাড়তি ব্যাগ আর জুতাও নিয়ে নিন।
বাড়ি খালি রেখে গেলে অবশ্যই নিজ দায়িত্বে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেবেন।
একদম ভ্রমণ মৌসুমে না গিয়ে একটু কন টুরিস্টের সমাগম হয় এমন সময়ে ভ্রমণে
যান। বছর শেষের শীতের বন্ধের সময়টি ভ্রমণের সবথেকে উপযুক্ত মৌসুম বলে
বিবেচনা করা হয়। একদম এ সময় না গিয়ে এর কাছাকাছি কোন সময়ে যেতে পারেন।
একটি কাগজে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে লাগেজের ভেতর সেঁটে রাখুন।
যাঁরা ভ্রমণে যাচ্ছেন, তাঁদের প্রত্যেক সদস্যের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ জরুরি তথ্য কাগজে লিখে রাখুন। 
মানিব্যাগ, ক্রেডিট কার্ড সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু
টাক অন্য জায়গায় রাখবেন। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাগাভাগি করেও
রাখতে পারেন। একটি কার্ডে আপনার ঠিকানা লিখে রাখবেন। ব্যাগ হারিয়ে গেলে কেউ
পেয়ে থাকলে ফেরত পাবার সম্ভাবনা থাকবে।

কখন কোনে হোটেল থাকছেন বাড়ীর লোকদের জানিয়ে দেবেন, জানিয়ে রাখবেন
তাদের ফোন নাম্বারটাও। ভ্রমণের সময় গাড়ীর নাম্বারটাও সেভ করে রাখবেন এবং
পরিচিত কাউকে জানিয়ে রাখতে পারেন। রাখতে পারেন ফেসবুক পোস্টেও।
সন্ধ্যার পর অথবা বেশি রাত পর্যন্ত হোটেলের বাইরে অবস্থান করবেন না। বিশেষ
করে পরিবার নিয়ে ভ্রমন করতে গেলে । অবশ্যই শিশুদের দিকে লক্ষ্য রাখুন।
ট্যুর সবসময় যে সুষ্ঠু-সুন্দর হবে- এমন কোনো নিশ্চয়তা নেই। না চাইলেও
সামনে পড়তে পারে অনাকাঙ্ক্ষিত নানা ঝামেলা। সেগুলো কীভাবে সামলাবেন, তার
প্রাথমিক প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখাই ভালো।

ট্যুরে সারাদিন কি করবেন তার একটি প্ল্যান করুন। তাতে সারাদিনে সময় কিছু
বাঁচবেই, সকল রকম পরিস্থিতির জন্যও আপনি মোটামুটি প্রস্তুত থাকবেন ।
নিজের গাড়ি নিয়ে দূরে যেতে হলে, কোনো সমস্যা আছে কিনা আগে চেক করুন ।
এক্সট্রা ঢাকা অবশ্যই গাড়িতে রাখবেন।

বিশুদ্ধ পানি পান করতে হবে। খোলামেলা অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খাওয়া
যাবে না। ভ্রমণে গিয়ে ফুচকা-চটপটি জাতীয় খাবার পরিহার করা ভালো ।
ডায়রিয়া, বমি হলে স্যালাইন ওয়াটার পান করুন। মাথায় স্কার্ফ ব্যবহার করুন,
এতে চুল ও ত্বক রুক্ষ্ম হওয়া থেকে রক্ষা পাবে।

ভ্রমণের সব প্রস্তুতি শেষ। এবার সিদ্ধান্ত অনুযায়ী গুছিয়ে নিন ব্যাগ আর বেরিয়ে
পড়ুন পছন্দের জায়গার উদ্দেশ্যে। আশা করি এই ভ্রমণপ্রস্তুতি আপনার ভ্রমণকে
আনন্দময় ও নিরাপদ করে তুলবে।

No comments

info.kroyhouse24@gmail.com