চাচাতো বোনের মামাতো বোনের প্যারা । পর্ব - ০২



রুহি: কি হলো চলো
আমি: কই
রুহি:তোমাদের বাসায়
(না বাবা আমি এসবের মধ্যে নাই যত দিন এই মেয়ে এখানে থাকবে তত দিন খুব শতর্ক আর দূরত্ব বজায় রেখে চলতে হবে)
আমি:আপু আমি তো এখন যেতে পারবো না আমার Importent একটা কাজ আছে
রুহি:কি কাজ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছো
আমি তবা তবা কি বলেন আমার কোনো গার্লফ্রেন্ড নাই
রুহি:থাকলেও বেশি দিন থাকতো না(আস্তে আস্তে)
আমি:কিছু বললেন 

রুহি:না চলো
আমি:আমার কাজ ছিলো
রুহি:এটা দরো(হাতে থাকা ব্যাগ টা দড়িয়ে দিয়ে)
আমি:আপু আপনাকে একটা রিকশায় তুলে দেই একদম বাসায় পৌঁছে দিবে
রুহি:হুম আর তুমি
আমি:আমার একটু কাজ আছে
রুহি:কাজ কাজ কাজ কি এমন কাজ যে একটু বাসা পর্যন্ত নিয়ে যেতে পারচ্ছো না(ভিষন রেগে+চিৎকার করে)

আবহাওয়া খারাপ কিছু বলতে গেলেই ঝড় শুরু হয়ে যাবে এতক্ষন ভালো ব্যবহার করলেও এখন আস্তে আস্তে তার পেত্নী রুপ টা বেরিয়ে আসচ্ছে কিছু না বলে চুপ চাপ আগে আগে হাটতে লাগলাম
রুহি:যাক ভিতু টা একটুও পালটায় নি আগের মতোই আছে(মনে মনে)
এদিখে আমি: শালি তোরে একবার সুযোগে পাই এমন বাঁশ দেবো যে জীবনে আর কারো সাথে রাগ তো দূরের কথা উঁচু গলায় কথা বলারও সাহস পাবি না
আজ এই পর্যন্ত 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url