চাচাতো বোনের মামাতো বোনের প্যারা । পর্ব - ০৪


এখন
বাসায় দরজার সামনে দাড়িয়ে আছি কলিং বেল দিলাম একটু পর দরজা খুলল

-ভাইয়া আমার চকলেট কই(দরজা খুলেই)(এটা আমার ছোটো চাচ্চুর মেয়ে রিয়া)
আমি:ধুর যা তো যখন দেখে তখন'ই চকলেট চকলেট করে(রাগ দেখিয়ে)
আমি সরে আসতেই পিছনে যে ছিলো থাকে দেখা গেলো
রিয়া:ভাইয়া এটা কে??ভাইয়া তুই বিয়ে করেছিস এটা ভাবি দাড়া আমি সবাই কে ডেকে আনি(এক দমে কথাগুলা বলেই দৌড় দিলো)

আমি:এই দাড়া আমার কথা শুন(কে শুনে কার কথা)পিছন ফিরে থাকিয়ে দেখি রুহি মুচকি মুচকি হাসচ্ছে
আমি:আপনি হাসচ্ছেন ক্যান(বিরক্ত হয়ে)
কিছু বলল না

আম্মু:রিয়াদ রিয়া এসব কি বলে(আপনাদের তো আমার নাম'ই বলা হয় নি আমি রিয়াদ)
আমি কিছু বলতে যাবো তার আগেই আম্মু রুহি কে দেখে নিলো তারপর আর কি"একি রুহি মামনি যে.....বাকি টা আর বললাম না যত্ত সব ঢং

ওরা সবাই রুহি কে নিয়ে ব্যাস্ত আমি আমার রুমে চলে আসলাম আর আসার সময় রিয়া কে ঠাসসসসস করে একটা দিয়ে দুই কানে আঙুল ডুকিয়ে দৌড় দিলাম কারন রিয়া এখন কান্না কযে পুরো বাড়ি মাথায় তুলবে রুমে এসে দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে আসলাম আসতেই দরজায় টক টক আওয়াজ হলো আমি তো ভাবছি আম্মু আসছে দরজা খুলে দেখিরুহি
আমি:আপনি এখানে

আজ এই পর্যন্ত
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url