একটা মিষ্টি প্রেমের গল্প.
একটি ছেলে ও একটি মেয়ে......
নেট এ তাদের পরিচয়,,
ধীরে ধীরে সেই পরিচয় থেকে তারা দু জনে দু জনার প্রেমে পড়ে গেল,
হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে বলল যে তারা দেখা করবে,
তারপর তারা দিন ও তারিখ ঠিক করল, তখন ছেলেটি মেয়েটি কে বলল সে তাকে কী করে চিনবে,,??
উত্তরে মেয়েটি বলল সে সাদা ড্রেস পড়ে যাবে এবং হাতে থাকবে গোলাপ,..
ছেলেটি বলল ঠিক আছে,,.
কথা মতো ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে পার্কে গেল,, ।
অনেক খোঁজার পর ছেলেটি দেখল পার্ক এর কোনো একটা বৃদ্ধ মহিলা সাদা ড্রেস ও হাতে গোলাপ নিয়ে বসে আছে, ছেলেটি কিছু চিন্তা না করে সোজা এই বৃদ্ধ মহিলা কে বলল, লাভ ইউ... তারপর বৃদ্ধ মহিলা ছেলেটি কে বলল,
তুমি যাকে খুঁজছ, সে তো এই গাছের আড়ালে,
মেয়েটি আড়াল থেকে এসে বলল আমি যদি সত্যি এই মহিলার মতো হতাম, তাহলে কী আমায় ভালবাসতে,,..??
তখন ছেলেটি বলল আমি তোমাকে ভালবাসি, তোমার শরীল কে নয়,আমি তোমার মনটা চাই, তোমার রূপটা নয়, তখন মেয়েটা অস্রুসিক্ত চোখ এ বলল,॥
লাভ ইউ টু...
এটাই হল সত্যিকার ভালবাসা,..
নেট এ তাদের পরিচয়,,
ধীরে ধীরে সেই পরিচয় থেকে তারা দু জনে দু জনার প্রেমে পড়ে গেল,
হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে বলল যে তারা দেখা করবে,
তারপর তারা দিন ও তারিখ ঠিক করল, তখন ছেলেটি মেয়েটি কে বলল সে তাকে কী করে চিনবে,,??
উত্তরে মেয়েটি বলল সে সাদা ড্রেস পড়ে যাবে এবং হাতে থাকবে গোলাপ,..
ছেলেটি বলল ঠিক আছে,,.
কথা মতো ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে পার্কে গেল,, ।
অনেক খোঁজার পর ছেলেটি দেখল পার্ক এর কোনো একটা বৃদ্ধ মহিলা সাদা ড্রেস ও হাতে গোলাপ নিয়ে বসে আছে, ছেলেটি কিছু চিন্তা না করে সোজা এই বৃদ্ধ মহিলা কে বলল, লাভ ইউ... তারপর বৃদ্ধ মহিলা ছেলেটি কে বলল,
তুমি যাকে খুঁজছ, সে তো এই গাছের আড়ালে,
মেয়েটি আড়াল থেকে এসে বলল আমি যদি সত্যি এই মহিলার মতো হতাম, তাহলে কী আমায় ভালবাসতে,,..??
তখন ছেলেটি বলল আমি তোমাকে ভালবাসি, তোমার শরীল কে নয়,আমি তোমার মনটা চাই, তোমার রূপটা নয়, তখন মেয়েটা অস্রুসিক্ত চোখ এ বলল,॥
লাভ ইউ টু...
এটাই হল সত্যিকার ভালবাসা,..
