বালিকা তুমি কি ভুলে গেছ

বালিকা তুমি কি ভুলে গেছ!! রাজা
নেবুচাঁদের কথা, যে তার স্ত্রীর
মনোরঞ্জের জন্য ৩০০ মিটার উচুঁ
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরী
করেছিল যাহা এখনো প্রাচীন যুগের
সপ্তাচার্য,
.
বালিকা তুমি কি ভুলে গেছ!! রাজা অষ্টম
এডওয়ার্ডের কথা!! সিম্পসন নাম্নী এক
সাধারণ মেয়ের প্রেমে পড়ে
ইংল্যান্ডের সিংহাসন ছেড়ে
দেওয়ার গল্প....?
.
বালিকা তুমি কি ভুলে গেছ!! সম্রাট
শাহজাহানের মার্বেল পাথরের
তাজমহলের কথা!?
.
মেয়ে তুমি কি ভুলে গেছ!!!
.
চন্ডীদাশ রজকীনির জন্য টানা বার বছর
বড়শী বাওয়ার কাহিনী?
.
রাধার নিমিত্তে কৃঞ্চের বাশীর সুর?
.
লাইলির বাবা সাথে মজনুর যুদ্ধে জয়?
.
জুলিয়টের জন্য রোমিওর আর্তনাদ?
.
নর্তকী আনারকলির প্রেমে সম্রাট
আকবরের ছেলে শাহজাদা সেলিমের
কথা?
.
প্যারিস-হেলেনের প্রেমে পুড়ে ছাই
হয়ে যাওয়া ট্রয় নগরীর গল্প?
.
ওডিসিয়াসের স্ত্রীর
প্রতি বিশ্বস্ত থেকে ফিরিয়ে দেওয়া
দেবীর প্রেম নিবেদন?
.
ক্লিওপেট্রো'র মিথ্যে মৃত্যু সংবাদে 

এন্টোনির নিজেই নিজেকে চুরিকাঘাতে মৃত্যু?
.
অথবা,
ল্যাঞ্ছলট অ্যান্ড গুইনেভারা,
ট্রিস্টান অ্যান্ড অ্যাইসোলেইড,
অরফিয়াস অ্যান্ড ইরিডাইস,
নেপোলিয়ন অ্যান্ড জোসেপাইন,
ওডিসিয়াস অ্যান্ড পেনেলোপ,
পাউলো অ্যান্ড ফ্রান্সেসকা,
স্কারলেট ও’হারা অ্যান্ড রেথ
বাটলার,
জেইন আয়ার অ্যান্ড এডওয়ার্ড
রজেস্টার,
লুইস অ্যান্ড বেলার্ড,
রামোস অ্যান্ড থিইবী,
ডার্সি অ্যান্ড এলিজাবেথ,
পকাহন্টাস অ্যান্ড জন স্মীথের প্রেমময়
কাহিনী?
.
আর কত উদাহরণ দিলে তুমি বলবে ছেলেরা
তোমাকে কখনো ভালবাসেনি?


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url