পুলিশের মেয়ে | পর্ব -১

এই ছেলে সোনো,,,
হঠাৎ পেছনে তাকিয়ে দেখি কয়েকটি মেয়ে দাড়িয়ে আছে ।আমি আবার হাটতে শুরু করলাম,,,, আবার ডাক দিল "এই ছেলে শোনো" এবার পেছনে তাকিয়ে বললাম জী আমার বলছেন??
মেয়ে-হু।কখন থেকে ডাকছি সুনতে পাওনা।
আমি-না তা না।আসলে আমি ভাবলাম আপনারা অন্য কাউকে ডাকছেন।
মেয়ে-না তোমাকে ডাকছিলাম।
আমি-জি বলুন।কেন ডাকছিলেন।
মেয়ে-নাম কি??
আমি-নীল।
মেয়ে-নতুন ভরতি হয়েছো।
আমি-জি।
মেয়ে-ও।আমরা তোমার সিনিয়র।সালাম করলে না কেন।
আমি-ভুল হয়ে গেছে।তার পর আমি সালাম দিলাম।মেয়ে টা সালামের উওর দিলনা।বরং একটা শান্তি দিল।বলল,,,,,,
মেয়ে-ভুল জখন করেছো তখন তোমার শান্তি পেতে হবে।
আমি-কি? শান্তি।
মেয়ে-কলেজের গাট দিয়ে যে মেয়ে প্রথম আসবে তাকে প্রোপজ করতে হবে।
হায় হায় হায় এ মেয়ে কি বলে আমার মান ইজ্জত সব ধুলয় মেশাবে আল্লাহ বাচাও।
আমি-কোনো মেয়ে কে প্রোপজ করব কি মেয়ে দের সাথে কথাবলতে হাটু কাপে দেখুন এখন হাটু কাপছে।আপু।
মেয়ে-তা বললে হবেনা জা বলছি তাই কর।না হলে পুরো কলেজে কান ধরে ঘুরিয়ে নিয়ে বেরাব।সুঝে ছিস।

হায় হায় এ মেয়ে নাকি গুন্ডি।আমি আজ শেষ আমার এখন কে বাচাবে।কি আর করার কান ধরে তো আর কলেজে ঘুরতে পারি না ।তাই প্রোপজ করতে রাজি হয়ে গেলাম।

এই ফাকে নিজের পরিচয় টা দিয়ে দিই।আমি নীল এই বার অনার্স প্রথম ইয়ার।এই শহরে নতুন এসেছি আব্বু এখানে বদলি হয়েছে তাই আমাদের সবাই কে আসতে হল।
অার এই যুগে ঢাকায় আসার সখ টাও পুরণ হয়ে গেল।আপনাদের সাথে অনেক কথা হল এবার দেখি গেট দিয়ে কে আসে দোয়া করবেন জেন কোনো ঠাকুমা না আসে।,,

অনেক সময় ধরে দাড়িয়ে আছি কোন মেয়ে আসছে না।আর ওই দিকে আপুরা আমার দিকে তাকিয়ে আছে এখান থেকে যে পালাবো তারো কোনো উপায় নেই।।।।

কেউ এক জন আসছে মনে হচ্ছে একটা মেয়ে।আস্তে আস্তে এই দিকে আসচ্ছে।আমার প্রায় কাছে চলে এসেছে।

হায় হায় হায় এ আমি কি দেখছি়,,,,,,,,,,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url