একটি মেয়ে যখন আপনার "মা"

Image may contain: 2 people, people smiling
=একটি মেয়ে যখন আপনার "মা"
তখন আপনি তার প্রকৃত ভালবাসা অনুভব করতে পারেন ।

=একটি যখন আপনার বোন ,
তখন আপনি তার দায়িত্ববোধ অনুভব করতে পারেন ।

=একটি মেয়ে যখন আপনার স্ত্রী,
তখন আপনি তার ত্যাগ ও ধৈর্য অনুভব করতে পারেন ।

=একটি মেয়ে যখন আপনার সন্তান ,
তখন আপনি তার নিষ্পাপতা অনুভব করতে পারেন ।

মানুষ নামের সেই পশু গুলো জন্য আমি এই পোস্টা করতে বাধ্য হলাম ।
যারা বলে সব মেয়েরা এক,, তাদেরকে বলছি সব মেয়েরা এক নয় ।
আমি জান্নাত !
আমি আমার মত ।
আমাকে কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ।

আমার পরিচয়?
আমি মুসলিম এটাই আমার বড় পরিচয়

আমার অনুমতি ছাড়া এমন কি আমার বাবার বাড়িতে গিয়েও আমাকে দেখতে পারবেন না ।
অথবা কথা বলতে পারবেন না ।

একটা কথা মনে রাখবেন,
নারী জিনিসটা সবার ঘরেই আছে ।
তো নারীদেরকে সম্মান করতে শিখুন ।

কারণ আপনিই কোনো এক নারীর পেট থেকে জন্ম নিয়েছেন।
আমার এই পোস্টাতে কারো মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ।।।।।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url