জাহান্নামের টিকেট ১৪ ফেব্রুয়ারি

নুংরামির সেই দিনটি যদি,১৪ তারিখ হয়,,,,
এই দিনটি পালন করতে লাগে বড় ভয়।
ভালবাসার নামে চলে,দেহ বেচা কেনা,,,
এর নাম ভালবাসা হয় কিভাবে,আমি বুজতে পারি না!!
হাসরের দিন খোদার কাছে কি জবাব দিবে,,,?
১৪ তারিখ মেয়ে নিয়ে কোথায় কোথায় যাবে?
এই জবাব শুনে,আমার বাব্বুল আলামিন,,,,
জাহান্নাতে ফেলে তোমায় দিবে সেদিন।
জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হল আগুনের জুতা পায়,,,
যে আগুন সাধারন দুনিয়ার আগুনের মত নয়।
আগুনের জুতা পরবে যখন তুমি তোমার পায়,,,,
মগজ গলে পরবে তোমার, হাদীসে জানা যায়।
তাই ১৪ তারিখ বেধর্মীদের এই ইমান নষ্টের দিন,,,
আমরা মুসলমানরা পালন করব না, আজকে কথা দিন,,,।
তাই আল্লাহতালা কাছে আমরা,এই ফরিয়াদ করি,,,
ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি।
জাররা পরিমান ইমান নিয়ে কবরে তে গেলে,,
একদিন তুমি জান্নাত পাবে,নবীর হাদীস বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url