তোমাকে ছাড়া আমি বাঁচবো না!!

যে সব ছেলেরা বা মেয়েরা বলে তোমাকে ছাড়া বাঁচবো না আসলে তারা কেওই তোমার জন্য মরতে পারবে না তারা তোমাকে চোখে ধুলোদিয়ে তোমার নরম শরীরের গন্ধ নিতে চায় তবে সব ভালোবাসার কথা বলছি না এযগেও অনেক পিউর লাভ আছে তবে তা হতের আঙ্গুল গনে বলে দেয়া যাবে। যাক সেসব কথা এবার সেই সবক ঝিংকু মামুনি ও পাংকু প্রেমিকদের কথা বলা যাক যারা কথায় কথায় বলে তোমাকে ছাড়া বাঁচবোনা। ছেলে হতে বুঝতে হবে সেই ছেলে আরো কতজনকে ছাড়া বাঁচবেনা সেই লিষ্ট টা হয়তো অনেক বড় আর যদি কোন মেয়ে যদি বলে তবে তার লিষ্ট পড়ে বা গুনে শেষ করা যাবে না।

ভালোবাসা এমন একটি বিষয় যা বলে বুঝানো যায় না এটা শুধু উপলব্ধি করার ব্যাপার। আমি এমনও প্রেম দেখেছি যে, তারা একে অপরকে একবেলা না দেখলে বাচতে পারে না অস্থির হয়ে পড়ে কিছু যাবার পর দেখাগেল কেও কারও ছায়াটাও দখেতে চায় না কিন্তু ক্যান? গোপনে ছেলের কাছে শুনতে পেলাম রুম ডেটে গিয়েছিল কয়েকবার ভালবাসা গাড় করতে তার কিছুদিন পর থেকেই ওদের সম্পর্কটা আসতে আসেতে হাল্কা হতে শুরু করছে ছেলেটা মুচকি হেসে বলে একটা দিয়ে আর কত দিন ওর ভিতরে কিছু নেই সব শেষ হয়ে গেছে ছেলেটি আবার অন্য মৌচাকে মধুর খোজে। আর মেয়েটা হয়তো কয়েকদিন মন খারাপ করে বসে থেকে আবার অন্য কারো বুকে মাধা খুজার মিছে চেষ্টা করছে। মেয়েটার তো আর হারাবার কিছু নেই।

গল্পটি বাস্তব জীবন থেকে লেখা ভুল হলে ক্ষামার দৃষ্টিতে দেখবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url