Breaking News

ভালোবাসার কিছু সত্য কথা

→ ‘কিস’ করার নাম ভালবাসা না। বরংচ ‘মিস’ করাই প্রকৃত ও সত্য ভালবাসা


→মূহুর্তে মূহুর্তে ‘ফোন’ করার নাম ভালবাসা না। বরংচ প্রতিদিন একবার প্রিয় মানুষটিকে ফোন করার চরম আকুলতার নামই ভালবাসা


→প্রতিদিন দেখা করা, পার্কে ঘুরে বেরানোর নাম ভালবাসা না। বরংচ, প্রতিদিনই প্রিয় মানুষটিকে দেখার জন্য ছটফট করার নামই ভালবাসা


→রুম ডেটিং, গলায়-কোমরে হাত দিয়ে পাশাপাশি চলার নাম ভালবাসা না। বরংচ, প্রিয় মানুষটির হাত একবার ধরার প্রচন্ড ইচ্ছার নামই ভালবাসা


→কিছুদিন পরে পরে নতুন নতুন গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড পাল্টানোর নাম ভালবাসা না। বরংচ, একজনকেই নতুন নতুন ভাবে ভালবেসে যাওয়ায় প্রকৃত ভালবাসা

*
→সন্দেহ মানেই ভালবাসার ভাঙ্গন না। বরংচ, তোমাকে হারানোর ভয়ই হচ্ছে সন্দেহের কারণ


প্রতিনিয়তই, ‘”‘যারে দেখি ভালো লাগে রে, একবেলারই প্রেম সাজে রে”’
এর নাম ভালবাসা নয়, বরংচ খারাপ চরিত্রের লক্ষণ!


আপনাকে যে ভালবাসে, তাকে পরিক্ষা করে দেখেছেন তো??
সে কি প্রকৃতই আপনাকে ভালবাসে? নাকি আপনার দৈহিক রূপ, বিভিন্ন যোগ্যতা বা টাকা-পয়শা, ষ্টাইল কে ভালবাসে??
ভালবাসুন, ভালবাসতে দিন। ভুল মানুষকে ভালবেসে পুরুষ/নারী জাতিকে খারাপ ভাববেন না।

No comments

info.kroyhouse24@gmail.com