শুভশ্রীর নতুন ফটো ২০২০
শুভশ্রীর নতুন ফটো ২০২০ । নতুন বছরে বেশ ব্যাস্ত নতুন বেশ কয়েকটা সিনেমা নিয়ে তার মধ্যে রয়েছে , বাংলাদেশের শাকিব খান ও ভারতের দেবের সাথে বেশ কয়েক টা সিনেমা নিয়ে খুব ব্যাস্ত সময় কাটাচ্ছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা শুভশ্রী ।
সত্তি কথা বলতে কি সুন্দরী মেয়েরা বেশি বেশি আয়না দেখে শুভশ্রীও কম আয়না দেখেন না যেখানেই আয়না দেখেন সেখানেই নিজেকে একটু গুছিয়ে নেন তাই আয়নার সামনে গিয়ে নতুন লুকে এপিট আর আয়নার ওপিট দুটোই ক্যামেরা বন্দি করলেন।
বিদেশে সুটিং করতে গিয়ে এই ফাইভস্টার হোটেলে উঠেন নায়ক নায়িকা ও সকল কলা কৌশলি বিন্দু তাদের শুটিং শেষে হেটেলে ফিরে কিছু ফটো সুট করেন ফটোগ্রাফারের রিকোয়েস্টএ।
শুভশ্রী এটি শুটিং এর জন্য মেকাপ রুমে অপেক্ষ করছে শুভশ্রীর এই ফটোটি আপনাদের কাছে ক্যামন লগলো কমেন্টে আমাদের জনান।
সকল মডেল ও নায়ক নায়িকাদের সুন্দর সুন্দর ফটো ও তাদের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েব সাইটটিতে ।








