Breaking News

যে যতো লড়ে-সেই ততো মরে

কাম নদীতে ডাকিলে বাণ,

প্রেম নদীতে উঠে তুফান,

যৌবন কালে পেত্নীও ভালো,

রস ফুরাইলেই পরীও কালো।

তেজি ঘোড়া লাগাম ছাড়া,

মানবে না সেই কোন বেড়া,

নিজের ক্ষেত খাইয়া,

পরের ক্ষেতের দিকে থাকে চাইয়া।

হেলায় ফেলায় বেলা গেলো,

দুপুর বেলাই সন্ধ্যা হলো,

অসময়ে ডাকলে হরি,

তবে কি আর সাড়া পাবি।

তানজিম চাঁন বলে পথিকেরে,

সময় থাকতে লাগাম দে রে,

রুচি থাকতে বাঁধ দাও,

দিন থাকতে পাড়ে যাও।


কবিতা- “বন্ধু হও”
 
বন্ধু হারা বন্ধু হও।
হয়েও না দুর্বল, হয়োনা পথভ্রষ্ট।
এবং দিশেহারা,
হাও জীবনসঙ্গী
আলো জ্বালো তারি বুকে।
বন্ধু হাও মায়াবতী,
ছেড়ো না কোন বন্ধুর হাত,
ছেড়ে দাও লোভ এবং পাপ
বন্ধুরা সবই পারে,
হাতে রেখে হাত, বন্ধু তুমি হও স্মৃতি
এক বন্ধু ,অন্য বন্ধুর মুখের হাসি ।

No comments

info.kroyhouse24@gmail.com