Breaking News

কালো বউ । পর্ব -১৫



রুপকঃ ফাইলগুলো নিয়ে এখনই আমার সাথে আসুন,,,
তমসাঃ জ্বি স্যার,,,, (উনি আমার উত্তরের অপেক্ষা না করে,,, হনহনিয়ে বের হয়ে গেলেন,,, আমিও দৌড়াতে দৌড়াতে উনার পেছনে যেতে লাগলাম,,, গাড়ির সামনে গিয়ে দেখি উনি ড্রাইভিং সিটে বসে আছে,,,, আমি উনার পাশের সিটের দরজা খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারছি না,,,,বেশি তাড়াতাড়ি করতে গেলে বাড়াবাড়ি হয়,,,, আজ তার প্রমাণ পাচ্ছি,,,, সামান্য দরজাটাও এখন খুলতে পারছি না,,,, উনি আমার দিকে রাগী চোখে তাকিয়ে দরজা খুলে দিলেন,,,, আমি চুপচাপ বসে পড়লাম উনার পাশে,,,, উনি কোনো দিকে না তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলেন,,,, আর আমি চোখ বন্ধ করে নিলাম,,, কারণ উনি অনেক জোরে চালাচ্ছে,,, ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে,,, মনে হচ্ছে হার্ট মুখ দিয়ে বের হয়ে আসবে,,,, কিন্তু কিছু বলারও সাহস হচ্ছে না,,,,,)
রুপকঃ(দশ মিনিটের রাস্তা পাঁচ মিনিটে চলে এসেছি,,, রুপক মির্জা কখনো লেট করতে পারে না,,,) কী হলো,,,? আজ কী গাড়িতেই থাকার প্লান আছে নাকি,,,?
তমসাঃ (এক চোখ পিটপিট করে তাকালাম,,, এখনো বেঁচে আছি,,, ভালো করে তাকিয়ে দেখলাম স্যার আমার দিকে কড়া চোখে তাকিয়ে আছে,,,)
রুপকঃ আপনার জন্য যদি আমি এক সেকেন্ডও লেট হই,,, তাহলে আপনার কী হাল করবো আপনি কল্পনাও করতে পারছেন না,,,?
তমসাঃ আ,,আপনি জান আমি আসছি,,, লেট হবেন না,,, এখনো চার মিনিট বাকি আছে,,(ঘড়ি দেখে বললাম,,, উনি আমার দিকে একবার তাকিয়ে বের হয়ে গেলেন,,, নিজের বুকে একটা ফু দিলাম,,, জোর বাঁচা বেঁচে গেছি,,, আজ সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম,,,)
ক্রিংক্রিংক্রিং
তমসাঃ(আরাফাত,,, এখন কী করবো,,,? কথা বলতে গেলে অনেক সময় লাগবে,,)
রুপকঃ মিস তমসা,,,,(জোরে ধমক দিয়ে)
তমসাঃ আ,,আসছি স্যার,,,(কল কেটে বন্ধ করে দিলাম ফোন,,, গাড়ি থেকে বের হয়ে,,, স্যারের পেছনে দৌড় লাগালাম,,,)
রুপকঃ(ডিস কাস্টিং,,,, এরা এখনো এসে পৌঁছায়নি,,,)
তমসাঃ(স্যার একটা চেয়ার টেনে বসে পড়লেন,,, আমি উনার পাশে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছি,,,, আশেপাশের মেয়েরা ড্যাবড্যাব করে স্যারের দিকে তাকিয়ে আছে,,, তাকানোরই কথা,,, উনার মুখের রাগী ভাবটা উনাকে আরো সুন্দর করে তুলেছে,,,, যাকে বলে ভয়ংকর সুন্দর,,,, আবার আশেপাশে তাকিয়ে বুঝতে পরলাম স্যারের পাশে আমাক দেখে কানাঘুষা করছে সবাই,,, কারণ উনার সামনে আমাকে একটু বেশি কালো আর বিদ্ঘুটে লাগছে সেটা আমার বুঝতে বাকি রইলো না,,,, মুহুর্তেই আমার মুখে কালো মেঘে ঢেকে গেলো,,,, ভয় করছে এই ভড়া হোটেলে এতো মানুষের সামনে অপমান হওয়ার ভয়,,,,,)
রুপকঃ আপনি এমন চ্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন কেনো,,, বসতে কেউ মানা করেছে,,,(বিরক্তি নিয়ে)
তমসাঃ(উনার কথায় খানিকটা চমকেই উঠলাম,,, কারণ চিন্তায় মগ্ন ছিলাম যে,,,, উনার পাশের চেয়ারটা টেনে বসতেই আশেপাশের কানাঘুষা আরো বাড়তে শুরু করলো,,, সাথে আমার ভয়,,,)
,,,,,,,,,, এই এটা মির্জা গ্রুপের এমডি রুপক মির্জা না,,,?
,,,,,,হ্যাঁ সেই তো,,, নিউ বিজনেস আইকন,,,, সব মেয়ের ক্রাশ,,,, একে দেখলে তো আমার নিজেরই হিংসা হয়,,, ছেলে মানুষ এতো সুন্দর হওয়ার কী আছে,,? আমি মেয়ে হয়ে হিংসা করছি আর ছেলেরা কী করবে সেটা ভেবে পাচ্ছি না,,,
,,,,,,, আমি তো পাশের মেয়েটার কথা ভাবছি,,,? কী কালো দেখেছিস,,,? রুপকের মতো ছেলে এই মেয়েকে কেনো সাথে নিয়ে ঘুরছে সেটা বুঝতে পারছি না,,,
,,,,,,ঠিক বলেছিস,, রুপকের পাশে একে গোলাপের পোকার মতো বিচ্ছিরি লাগছে,,,,
,,,,,,আরে কোনো এমপ্লয়ি হবে হয়তো,,, বা কোনো হেল্প চাইতে এসেছে,,,,
তমসাঃ(পাশের টেবিলের মেয়েগুলোর কথা হৃদয় টাকে ছিন্ন-বিচ্ছিন্ন করছে ধারালো অস্ত্রের মতো,,, কিন্তু স্যারের কোনো হেলদোল দেখতে পাচ্ছি না,,, উনি বারবার ঘড়ি দেখছে আর বাইরে দেখছে উনার ক্লাইন্ডদের অপেক্ষা করছে,,, উনার আড়ালে নিজের চোখের পানিটা মুছে নিলাম,,,) স্যার,,,,?
রুপকঃ হ্যাঁ বলুন,,, (বিরক্তি নিয়ে তাকিয়ে)
তমসাঃ মিটিংটা কী এখানেই হবে,,?
রুপকঃ এখানে কী মিটিং করার মতো পরিবেশ আছে বলে আপনার মনে হচ্ছে,,,,? মিটিং হবে তিন তলায়,,,,
তমসাঃ তাহলে আমরা এখানে কেনো বসে আছি,,,?
রুপকঃ যেখানে মিটিং হবে সেটা একদম নির্জন,,, আশেপাশে কেউ নেই,,,, আপনি আমার সাথে একা সেখানে থাকতে হয়তো কমফোর্টেবল ফিল করবেন না,,, তাই এখানে ওয়েট করছি,,,
তমসাঃ এতো মানুষের ভীড় ভালো লাগছে না স্যার,,, আপনি সেখানেই চালুন,,, আমার কোনো প্রবলেম নেই,,,,
রুপকঃ ওকে চলুন,,,, আপনি এখানে কেনো থাকতে চাইছেন না,,, সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি,,, চাইলে উত্তরটাও দিতে পারতাম,, কিন্তু আমি কেনো দেবো,,, যে নিজের সাহায্য নিজে না করে তাকে আল্লাহ ও সাহায্য করে না,,,, সেখানে আমি কে,,,,? নিজের লড়াই নিজে করতে না শিখলে কথাই সয্য করতে হবে সারাজীবন,,,, এখন আপনি প্রতিবাদ করবেন নাকি মুখ বুজে সহ্য করবেন সেটা একান্ত আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার,,,, (যেতে যেতে কথাগুলো বললাম,,,)
তমসাঃ(অবাক হয়ে তাকালাম উনার দিকে,,, উনি সব নোটিশ করেছেন,,,,?)
রুপকঃ এই রুপক মির্জার চোখ ফাঁকি দেওয়া এতো সহজ নয়,,,, আমার পেছনেও দুটো চোখ আছে,,, বি কেয়ার ফুল,,,, ওয়ার্নিং টা আপনার জন্য মিস তমসা,,,,
তমসাঃ ও,,,ওকে স্যার,,,(কথা বলতে বলতে তিন তলায় পৌঁছে গেলাম,,,, একদম নিস্তব্ধতা,,, একটা কলম পড়লেও হয়তো কয়েকবার প্রতিধ্বনি হবে,,, এই ব্যস্ত শহরে এমন জায়গা কীভাবে সম্ভব,,,? এতো বড় হোটেলে কখনো আশা হয়নি,,, ভাইয়া আর সিনহা আসতো,,,, কিন্তু আমি কখনো বের হতে চাইতাম না,,,)
রুপকঃ এর চারপাশে সাউন্ডপ্রুভ গ্লাস লাগানো,,,, তাই বাইরের সাউন্ড আসে না,,,,
তমসাঃ ওহ্ ,,,,,(কিন্তু উনি বুঝতে পারলেন কীভাবে আমি এসব ভাবছিলাম,,,,?)
রুপকঃ এখানে যারা আসে,,, প্রথমেই এই প্রশ্নগুলো মাথায় আসে,,, কমন প্রশ্ন,,,
তমসাঃ (কিন্তু গ্লাসের বাইরে প্রকৃতি কীভাবে দেখা যাচ্ছে,,, এখানে তো বাইরের বিল্ডিং দেখা যাওয়ার কথা,,,,, যেমন স্যারের কেবিনের গ্লাসের বাইরে দেখা যাচ্ছিলো,,,, কিন্তু এখানে গাছপালা দেখা যাচ্ছে,,,)
রুপকঃ এটা গ্রাফিক্স,,,,
তমসাঃ(আমি বাইরের দিকে তাকিয়ে ছিলাম,,, উনার কথা শুনে উনার দিকে তাকালাম,,, জায়গাটা অনেক সুন্দর,,,, আমরা চেয়ার টেনে বসতেই ক্লাইন্ড এসে ভেতরে ঢুকলেন,,,,)
একজনঃ We are very sorry Mr. Mirza,,,, we are too late,,,
রুপকঃ It’s ok,,,, but why are you late,,,?
তমসাঃ (দেখে জাপানি মনে হচ্ছে সবাইকে,,, এদের সাথে কীসের ডিল,,, সেটা জেনে আমার কী কাজ,,,? আমি শুধু দেখতে থাকি,,,)
জাপানিজঃ This is a problem of your country,,, traffic jam is much more,,,
তমসাঃ(কত বড় সাহস আমাদের দেশের বদনাম করছে,,, ইচ্ছে করছে ঐ ইদুরের মতো চোখগুলো তুলে নেই,,,)
রুপকঃ yeah,, I know it,,, Let’s start the meeting now,,,, it’s too late,,
জ্যাকিঃ Who is she,,,,?
(তমসাকে উদ্দেশ্য করে)
চলবে,,,

No comments

info.kroyhouse24@gmail.com