Breaking News

এক্স গার্লফ্রেন্ড যখন বস

সিমিঃতোমার সাথে আমি আর থাকতে পারছি না। প্লিজ আমাকে মুক্তি দাও।
আমিঃকেন আমার সাথে থাকতে পারছ না? আমার কি কোন কিছুর অভাব আছে?
সিমিঃহ্যাঁ আছে। কি আছে তোর? থাকিস ত একটা বুড়ার সাথে তাও আবার কুঁড়েঘরে।
আমিঃযা বলার আমাকে বলো। আমার দাদাকে নিয়ে আর একটা কথাও বলবা না।
সিমিঃবললে কি করবি তুই? তোর কিছু করার সাহস আছে?
আমিঃআমাকে শুধু একবার বলো কেন ব্রেকআপ করতে চাচ্ছ?
সিমিঃকারন তুই একটা ফকির। তোর কোনো চাকরি নেই, সম্পত্তি নেই।কি দেখে তোকে ভালবাসব?
আমিঃতাহলে গত ৪ বছরের টা কি ছিল?
সিমিঃশুধু টাইমপাস।
আমিঃতোমার কাছে টাইমপাস হলেও আমি তোমাকে সত্যিকারের ভালবাসি। কেন বুঝতে চাইছ না তুমি? (হাত ধরে)
সিমিঃহাত ছাড়।
আমিঃপ্লিজ আমায় ছেড়ে যেওনা।
সিমিঃআমি তোকে আমার হাত ছাড়তে বলেছি।
আমিঃআগে বলো ভালবাস।
সিমিঃঠাসসস। কেন বুঝিস না তুই আমি তোকে ভালবাসি না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমার বর তোর মত ফকির না। সে অনেক বড় মাল্টিন্যাশন্যাল কম্পানিতে চাকরি করে।আর কোনদিন আমার সামনে তোর মুখ দেখাবি না।তোকে দেখলে আমার অসহ্য লাগে।
এইসব বলে সিমি পার্ক থেকে চলে গেল।
টাকা পয়সা বড়ই অদ্ভুত জিনিস।
টাকা থাকলে মানুষের ভালবাসার অভাব হয়না। আর টাকা না থাকলে সব থেকে কাছের মানুটাও চিনতে পারে না।
আজ আমার টাকা নেই বলে সিমি আমাকে ছেড়ে চলে গেল।
এটা সেই সিমি যে গত ৪ বছর আগে এসে নিজ থেকে আমায় প্রপোজ করে।
সে সময় আমাদের প্রচুর টাকা পয়সা ছিল। ৩ বছর আগে আমার ফ্যামিলির সবাই রোড এক্সিডেন্টে মারা যায়। তখন আমি অনার্স ২য় বর্ষে পড়ি। সেদিন শুধু আমি আর আমার দাদু বেঁচে যায়। আমাদের অনেক বড় কম্পানি ছিল।
তবে সবাই মারা যাবার ফলে কম্পনিটা আর কেউ চালাতে পারে নি।দাদু বৃদ্ধ ছিল তাই আর আমি এসবের কিছুই বুঝি না।
যার কারনে লস হতে থাকে। এক পর্যায়ে কম্পানিটা নিলাম হয়ে যায়।
দাদু মুক্তিযোদ্ধা ছিল । বর্তমানে তার পেনশনের টাকায় চলি। আর আমি ৪ টা টিওশনি করায়।
আমার করুন সময়ে সিমি আমার পাশেই ছিল। তবে ইদানিং ও আমাকে অবহেলা করছিল।
আজ সকালে দেখা করতে বলেছিল। তবে টিওশনির জন্য দেখা করতে পারিনি। তাই বিকালে দেখা করলাম।
আর দেখা করার পর কি হলো সেটা ত দেখলেন।
এখন সামান্য পরিচয় দেওয়া যাক।
আমি রিফাত। পড়ালেখা শেষ করে চাকরি খুজছি। আর কয়েকটা টিওশনি করায়।
আর এতক্ষন যার সাথে কথা বলছিলাম সে ছিল আমার গার্লফ্রেন্ড। বর্তমানে এক্স গার্লফ্রেন্ড। বড় লোক বাবার একমাএ মেয়ে। দেখতে যথেষ্ট সুন্দরি।
বাকি পরিচয় পরে দিব।
আমি ভাবছি সামান্য টাকার কারনে সিমি এভাবে বদলে যাবে তা আমি ভাবতে পারি নি।সিমি এত বছর আমার সাথে টাইমপাস করলো সেটা ভাবতেই অবাক লাগছে।
নিজের অজান্তেই চোখ থেকে পানি ঝরছে।
আমার মধ্যে এখন কোন জ্ঞান নেই।কোথাই আছি কি অবস্থায় আছি কিছুই বুঝতেই পারছি না।
আমার জ্ঞান ফিরলো কারো হাতের স্পর্শে।
ঘুরে দেখি প্রান্ত।
৪ বছর আগে আমার বন্ধুর অভাব ছিল না।
কিন্তু আমার খারাপ সময় দেখে সবাই ছেড়ে চলে গেলেও প্রান্ত আমাকে ছেড়ে যাইনি।
প্রান্তঃএখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন?
আমি প্রান্তকে সব বললাম
প্রান্তঃ মেয়েরা এরকমই। সব সময় স্বার্থ খুজে। (সব মেয়েরা না)
আমিঃহুম।
প্রান্তঃ চল বাসায় চল।
আমিঃহুম চল।
আমি আর প্রান্ত চলে এলাম আমার বাসায়। আমার না যে বাসায় ভাড়া থাকি সেখানে এলাম।
বাসায় ঢুকে আমি সোজা আমার রুমে চলে গেলাম ।
মনটা কেমন যেন করছে ।
মনটা কাল অন্ধকার লাগছে।
হঠাৎ করেই
চলবে…

No comments

info.kroyhouse24@gmail.com