Poran Bangla Movie | পরান বাংলা সিনেমা



বাংলাদেশে যখন চলচিত্রের ধ্বস নামছিল তখনেই রায়হান রাফির একটি গল্পই হল বিমুখ দর্শককে আবার সিনেমা হলের দিকে ফিরিয়ে আনচে বলেই আশা করছেন চলচিত্র বিদগন ও সংস্কত ব্যাক্তিত্ব গন।

সিনেমাটি একটি সফল সিনেমা হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে মনপুরা সিনেমার পরে এই প্রথম এত জন্য প্রিয় হচ্ছে এই সিনেমাটি । গুনজন আছে যে সিনেমাটি বরগুনার মিন্নি রিফাত ও নয়নবন্ড এর কাহিনীর সাথে অনেকটা মিল রয়েছে। তবে বাস্তব ক্ষেত্রে মিন্নি, নয়নবন্ড ও রিফাতের ঘটনাকেই পরান সিনেমাতে তুলে ধরা হয়েছে। বর্তমানে সিনেমাটি দেশের যত চালু সনেমা হল রয়েছে সব গুলোতেই চলছে পরান সিনেমা।

পরান সিনেমাটিতে ত্রিভুজ প্রেমের একটি জীবন্ত সমীকরন দেখানো হয়েছে। সিনেমাটিতে নায়ক রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মীম এত সুন্দর অভিনয় করেছেন যে, বাংলাদেশের ১৬ কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে।

বিঃ দঃ পরান সিনেমাটি স্ব-পরিবারে দেখার সুযোগ রয়েছে । পরান সিনেমাটিতে কোন অশ্রিল কোন দৃশ্য নেই ।

 

পরান সিনেমা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরঃ

প্রশ্নঃ পরান সিনেমা কি সত্তি সত্তি মিন্ন , রিফাত ও নয়ন বন্ডের ঘটনাকে কেন্দ্রকরে তৈরি?

উত্তরঃ হ্যাঁ পরান সিনেমা টি

প্রশ্নঃ এই সিনেমা কি মা-বাবার সাথে বসে দেখা যাবে?

উত্তরঃ জি হ্যাঁ দেখা যাবে। এই সিনেমায় কোন অশ্রিল কোন দৃশ্য নেই।

প্রশ্নঃ পরান সিনেমার পরিচালকের নাম কি?

উত্তরঃ রায়হান রাফি।

প্রশ্নঃ পরান সিনেমাটির নায়ক কয়জন?

উত্তরঃ পরান সিনেমাটিতে নায়ক ২জন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url