রাগী বস । পর্ব -০২



আদি:আসেন

তানিশা:Good morning
আদি:Good morning
তানিশা:স্যার আমার কাজ কী
আদি:(দাড়াও তোমাকে একটু বাজিয়ে দেখি তুমি কাজে কেমন)
তানিশা:স্যারর
আদি:ষাড়ের মতো চেচাছো কেনো
তানিশা:😰😰😲😲😫😫
আদি:এই ফাইল গুলো নেও
তানিশা:এতো অনেক ফাইল
আদি:হু ম তো এইগুলো আজ যদি না করো তাহলে আর কাল থেকে অফিসে আসবে না(এই যা এ তো চুপসে গেলে হেরে যাবে মনে হয়)
তানিশা:হুম স্যার
তানিশা এতোগুলো ফাইল নিয়ে হাটতে শুরু করলো।যেতে যেতে তাল লেগে পরে গেলো।তারপর উঠে ফাইলগুলো হাতে নিয়ে বলল,
I am sorry appi, আমি দেখে করিনি।
আনিশা:এই মেয়ে এই তোমার সাহস হয় কি করে হ্যা আমাকে ধাক্কা দেও
তানিশা:সরি আমি ফাইলগুলো নিয়ে দেখতে পারিনি
আনিশা:তিথী এই তিথী এই ইরিটারেট মেয়ে টা কে রে
তিথী:উনি স্যারের নতুন পিএ
আনিশা:এই মেয়ে দাড়াও তোমাকে শাস্তি দেওয়ার ব্যাবস্তা করছি আমাকে ধাক্জা দেওয়া না দাড়াও স্যারর
তিথী:আনিশা চুপ কর ওর হাতে কত ফাইল দেখেসিস ও কি ইচ্ছা করে করেছে নাকি। আর স্যারকে ডাকিস না খুব রেগে আছে তোর উপরে।আর তুই বাড়ি যা তোকে অফিসে আসতে নিষেধ করেছে।আর তানিশা তুমি কেবিনে গিয়ে কাজ করো(শান্ত গলায়)
তানিশা কেবিনে গিয়ে কাজ শুরু করে দেয় একদম রোবটের মতো।
তিথী :স্যার আসবো
আদি:হুম
তিথী:স্যার সকালে আনিশা এসেছিলে।তানিশার সাথে ঝামেলা করে গেছে।
আদি:সব খুলে বলো(রেগে)
তিথী সব খুলে বলে।
আদি:well down তিথী আজ তোমার কথায় খুশি হলাম।তোমাকে আমি ছুটি দিলাম।এবার আসতে পারো।
তিথী যেতে থাকে তখন,,
আদি:মিস তানিশাকে বলো আমি ডাকছি।
তিথী:ওকে স্যার।
তিথী চলে আসে তানিশার কেবিনে।
তিথী:তানিশা তোমায় স্যার ডাকছে।
তানিশা:হুম যাচছি(উফফ এতগুলো ফাইল দিয়ে এখন আবার ডাকছে এনাকন্ডা একটা)
তানিশা:May I
আদি:আসো
তানিশা:আমায় ডেকেছেন স্যার(পুরোটা কখনো বলতে দেয় না)
আদি:হুম, মিস তানিশা তোমার সাথে আনিশার ঝামেলা হয়েছিলো।
তানিশা:হুম(বিরোক্ত হয়ে)
আদি:কিছু বলোনি কেন
তানিশা:আমারই দোষ ছিলো।তাই
আদি:ওওও আচ্ছা যেতে পারো।
তানিশা চলে আসতে আসতে
তানিশা:খচ্চর,এনাকন্ডা,হাতি আমার মূল্যবান সময় নষ্ট করলেন।কি হবে আমার😭😭😭😭 তানিশা আবার কাজ শুরু করে।
আদি:😍😍😍আজ কি সুন্দর লাগছে পাগল না হয়ে যায়,দুদিনের জন্য এই অবস্হা।
সবাই সবার কাজ করে বাসায় চলে যায়।আদির একটু দেরি হয়েছিলো।কাজ শেষ করে যেতে যেয়ে দেখে লাইট জলছে।
.
চলবে...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url