রাগী বস । পর্ব -০৩

আদি:ওই দিক লাইট জ্বলছে কেন কেউ কি এখনো আছে।আহে দেখি তো

😰😰
আদি তানিশার কেবিনে গিয়ে দেখে ও এখনো কাজ করছে।
আদি:😲😲😲
আদি:মিস তানিশা আপনি বাসায় যাননি কেন??
তানিশা:😱😱😱😱😱😱
আদি:আরে ভয় পাওয়ার কিছু নেই আমি আদি আপনার বস
তানিশা:জ্বী স্যার বলুন
আদি:বাসায় যাননি কেন??কেউ চিন্তার করছে আপনার জন্য
তানিশা:আপনিই তো বললেন এই ফাইল আজকের মধ্যেই লাগবে তাই করছি, কাজ করতে করতে খেয়ালই করিনি সময় চলে গেছে।আর হ্যাঁ আমার জন্য কেউ নেই যে চিন্তা করবে😞😞
আদি:হঠাৎ এমন বললো কেন সত্যিই ওনার এই কাজটার দরকার,সরি তানিশা(মনে মনে) কাজ রাখুন আর বাসায় চলে যান
তানিশা:কিন্তু স্যার
আদি :কোন কিন্তু না চলুন আপনাকে পৌছে দি
তানিশা:থ্যাংকস স্যার বাট লাগবে না।
আদি:রাস্তায় এখন গাড়ি পাবেননা আমি এগিয়ে দি ভালো হবে
তানিশা অনেক কষ্টে রাজি করিয়ে নিজে একাই চলে আসে।
(কেউ রাগ করিয়েন না আদির সাথে এখন যেতে দিলাম না কারণ আছে পরে বলবো আচ্ছা😜😜😜)
আদি বাসায় ফিরে ফ্রেস হয়ে খেয়ে শুয়ে পরে।আর ভাবে
আদি:মেয়েটা কিছুতেই আসলো না কেন কি হলো ওর।বাকি মেয়ে থেকে একদম আলাদা।
তারপর আদি ঘুমের দেশে হারিয়ে যায়🌹🌹
তানিশা:কেন আল্লাহ কেন এমন মরণ যন্তণার মধ্যে রাখছো আমায়।আর কত পরিক্ষা নিবে আমার। আমি কি সুখের আশা করতে পারিনা।
তানিশা কান্না করতে করতে ঘুমিয়ে পরে।
সকালে,,,
আদি রেডি হয়ে অফিসে চলে আসে।
তিথী:Good morning sir
আদি: morning,তিথী তানিশাকে আমার কেবিনে পাঠিয়ে দাও ফাইল গুলো আনতে বলো
তিথী:স্যার তানিশা আজ আসেনি
আদি:আসে নি কেন কেবল তো অফিসে জয়েন্ট করলো তা মধ্যে আবার absence (মনে মনে) কেন কি হয়েছে ওর
তিথী:তানিশার খুব জ্বর স্যার ফোন দিয়ে কথা বলতে পারছে না ও।আর হ্যাঁ এই নিন আপনার ফাইল একটা ছেলের দিয়ে পাঠিয়ে দিয়েছে।
আদি:(ফাইলগুলো হাতে নিয়ে) ওর বাড়ির address টা দেও।
আদি তিথীর কাছে address নিয়ে তানিশার কাছে আসার জন্য রওনা দেয়।
আদি:গাড়ি থামিয়ে এখনকার তো ঠিকানা দিয়েছে এ তো অনাথ আশ্রম ওই লোকটার কাছে জিজ্ঞাস করে দেখও।
আদি গাড়ি থেকে নেমে লোকটির কাছে যায়।
আদি:Excuse me এখানে তানিশা ঈশু নামে কাউকে চেনেন
লোকটি:হুম আপনি কে
আদি:আমি ওনার অফিসের বস।শুনলাম উনি নাকি অসুস্হ তাই দেখতে এসেছি।প্লিজ নিয়ে যাবেন
লোকটি:চলেন আমার সাথে।
লোকটি আদিকে অনাথ আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
আদি:উনি আম
.
চলবে..
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url