Breaking News

বাংলাদেশের সুপারইস্টার নায়ক শাকিব খানের আরও একটি সন্তান

 বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান (কিং খান) এর বিয়ে ছাড়াই আগের একটি সন্তান অপুবিশ্বাস জন্ম দিয়েছেন তার নাম আব্রাহাম খান জয়  (Abraham Khan Joy) যদিও শাকিব খান ছিলেন মুসলমান ও অপু বিশ্বাস ছিলেন হিন্দু তাদের তাদের ঝামেলা মিটতে না মিটতেই আড়াই বছরের ছেলে সন্তান নিয়ে বুবলি দাবি করছে যে এই সন্তান শাকিব কানের আর শাকিব খানও তা অবলিলায় মেনে নিয়েছে। বুবলির ছেলের নাম শেহজাদ খান বীর। 


শবনম বুবলি, শেহজাদ খান বীর ও শাকিব খান


শাকিবের  প্রথম সন্তান  আব্রাহাম খান জয় ও শাকিব খান


শাকিব খান তার কোন স্ত্রীদের মেনে না নিলেও সন্তানদের ঠিকই মেনে নিয়েছে।

No comments

info.kroyhouse24@gmail.com