ধর্ষিতা বউ । পর্ব - ০৫
নীলা আমাকে জিজ্ঞেস করলো আমি তাকে কেন বিয়ে করেছি!!! আমি নীলাকে বললাম শুনুন তাহলে!!! আসলে আমার মায়ের অপারেশন এর জন্য অনেক টাকার দরকার ছিলো!! সেই টাকা গুলো আপনার বাবা আমাকে দিয়েছেন বিনিময়ে আপনাকে আমার বিয়ে করতে হয়েছে!!বলতে পারেন টাকার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি!!
আমি কথা গুলো শেষ করে ভাবলাম এগুলো শুনে নীলা হয়তো আমাকে ভুল বুঝবে!!
কিন্তু নীলা কোন কথা বলছে না!! আমি নীলাকে ডাকলাম!!
জিজ্ঞেস করলাম কথা বলছেন না কেন?? রাগ করলেন নাকি!!
আমি মাথাটা উপরে তুলে দেখলাম নীলা ঘুমিয়ে পরেছে!!
তার মানে ও আমার কোন কথায় শুনতে পায়নি!!
যাক মনে মনে একটু খুশি হলাম!! শুনলে হয়তো কী না কী ভাবতো!!
মাথাটা তুলে দেখালাম একটা ছোট বাচ্চার মতো গোটি শুটি মেরে শুয়ে আছে
নীলা!! কী বলবো আপনাদের!! কী যে মায়াবী দেখাচ্ছিল ওর মুখ খানা!!
দেখলাম কাথা ছাড়া শুয়ে আছে নীলা আমি একটা কাথাঁ নিয়ে নীলার শরীরে জড়িয়ে দিলাম!!
প্রায় ৩০ মিনিট এর মতো করে নীলার পাশে দাড়িয়ে ওকে দেখে ছিলাম!!
ওকে দেখে আমার মনের সাধ মিটছিলো না!!
একটু পর আমি ও শুয়ে পরলাম!!!! খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পরলাম!!
উঠে বাথরুমে গেলাম গোসল করতে!!!
কিন্তু ভুল করে বাথরুমের দরজা লক করতে ভুলে গেছি!!
আমি গোসল করছিলাম আর হুট করে নীলা ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে পরলো!!
ভাগ্যিস শর্ট পেন্টটা পরে গোসল করছিলাম!! নয়তো কী হয়ে যেত বলুন তো!!!???
নীলা বাথরুমে ঢুকেই চোখ দুটো বন্ধ করে নিলো!!! আর বললো সরি সরি!!
আমি বুঝতে পারি নি!! ভিতরে আপনি ছিলেন!!! আমি দুঃখিত!!!
আমি লজ্জায় শেষ!! আমি কি বলবো বুঝতে পারছি না!!!
নীলা বাথরুম থেকে বাইরে চলে আসলো!! আমি গোসল শেষ করে বাইরে এলাম!!
কিন্তু আমি এতটাই লজ্জা পেয়েছি যে নীলার মুখের দিকে তাকাতেই পারছিলাম না!!
নীলা মাথা নিচু করে মিটি মিটি হাসছে!!
আমি নীলাকে বললাম কী করছিলেন বলুনতো!!! বাথরুমে একটু নক করে ঢুকবেন না!!
নীলা আমাকে বললো সব দোষতো আপনার!!
আপনি বাথরুমের দরজা লক করবেন না!! আমি কী করে বুঝবো যে ভিতরে আপনি আছেন??
আমি বললাম হ্যা তাও ঠিক বলেছেন!! সরি!! আসলে ভুলে দরজা লক করতে ভুলে গিয়ে ছিলাম!!
নীলা একটু হেসে বললো আরে ঠিক আছে আমি কিছু মনে করিনি!!!
মা আমাকে আর নীলাকে ডাকছে!!! মা বলছে খেতে আয় তুরা দুজন!!
আমি নীলাকে বললাম চলুন মা খেতে ডাকছে!!
খাবার টেবিলে নীলা বার বার আমার দিকে তাকাচ্ছিল!!
কিন্তু আমার খুব লজ্জা লাগছিলো!! ওই বাথরুমের ঘটনার পর থেকে!!!
তাই আমি নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম!! হঠাৎ মা বললো তুরা ত শহরে থাকবি!!!
নীলা ত নিজের হাতে খেতে পারে না!!!
তুই ওকে খায়িয়ে দিবি!! আমি বললাম কি বলছো এই সব মা!! মা বললো হুম!!
মা আরো বললো তুই ওকে খায়িয়ে দিতে পারবি ত!!! আমি কোন কথা বলছি না!!
মা বললো আচ্ছা আমার সামনে তুই ওকে একবার খায়িয়ে দে ত!!! আমি বলছি এখনি কেন মা??
মা রেগে বললো যা বলছি তাই কর!! আমি আবার মায়ের কথার অবাধ্য কখনো হয়নি!!
কিন্তু আমার খুব লজ্জা লাগছিলো!! আমি চোখ বন্ধ করে নিলার মুখে খাবার তুলে দিলাম!!
নিলা শুধু একটু একটু হাসঁছে!!!মা বললো এই ত এবার ঠিক আছে!!
ঠিক এই ভাবেই ওকে প্রতিদিন তুই খায়িয়ে দিবি!!
কিন্তু মাকে এখনো পর্যন্ত বলা হয়নি যে নীলা একটা ধর্ষিতা মেয়ে!!
আমি জানি না মা এ কথা শুনার পর নীলাকে বউ হিসাবে মেনে নেবে কিনা??
জনপ্রিয় পোষ্ট সমূহঃ
কিন্তু এই কয়েক দিনে নীলার প্রতি আমার একটা অন্যরকম অনু ভূতির সৃষ্টি হয়ে গেছে!!
আর ও যে একটা ধর্ষিতা মেয়ে এই কথা ভাবতেই ওর জন্য আমার মনটা মায়ায় ভরে যায়!!
আমি জানি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে!!!
কেন ওর জন্য আমার এতো মায়া হয়!!! ও কাদলে আমার এতো খারাপ লাগে কেন!!
তাহলে এই কয়েকদিনে আমি কী নীলাকে ভালবেসে ফেলেছি!!!
একেই কী ভালবাসা বলে বুঝি!! এই সব ভাবতে ভাবতে আমি মনে মনে হাসছিলাম!!
তখন নীলা রোমে এসে গেলো!! আর আমাকে বললো কি ব্যাপার এতো খুশি খুশি লগছে যে আপনাকে??
আমি একটু লজ্জার সুরে না মানে!! তেমন কিছু না!!
চলবে...