Breaking News

কবিতা - আন্দোলন

 আন্দোলন

বিশ্ববাসী দেখল আজ
বাঙাল ঘটি মিলেমিশে হলো একাকার,
দিলনা পুলিশ খেলতে মোদের
ডার্বি ম্যাচটা যেটা ছিল দরকার||
বলছে পুলিশ, নেইকো তাদের
সুরক্ষা দেবার বাহিনী,
আসলে এসব মিথ্যে কথা
মনে হচ্ছে সাজানো কাহিনী||
আমরা কোন দল করি না
কেবল ফুটবলটা ভালোবাসি,
ফুটবলের মধ্য দিয়ে
কাটাই জীবনের সুখ দুঃখ হাসি||
জাস্টিস ফর আর.জি.কর
সাথে সমাজ সংস্কার,
লাল হলুদের পাশে থেকে
তাই করছিলাম চিৎকার||
নেইকো মোদের কোনো অস্ত্র
মোরা সাধারণ আমজনতা,
কিন্তু আজ দেখিয়ে দিলাম
লাল হলুদের কত ক্ষমতা||
পুলিশ মোদের আটকে দিল
লাঠি নিয়ে উচিয়ে এলো,
অবাক চোখে দেখলাম মোরা
ধাক্কা দিয়ে ফেলে দিল?
মোহনবাগান ইস্টবেঙ্গল
সাথে আরো সকল দল,
প্রতিবাদের ভাষা মোদের
আমরণ তাই "ফুটবল"||
পথে ঘাটে মাঠে ঘরে
যেখানেই হবে অন্যায়,
ফুটবলকেই সাথী করে
তুলবো আওয়াজ
এটাই মোদের দায়||
রক্তে মোদের ফুটবল তাই
করব আবার আন্দোলন||
অন্যায়ের প্রতিবাদে
মোদের পাশে আছেন জনগণ।



No comments

info.kroyhouse24@gmail.com