Breaking News

রোমান্টিক গলঃ উল্টা বরের-পাল্টা বউ



লিজা!!এই লিজা!!(ফয়সাল)
কি হইছে!বউয়ের নাম নিতে,নিতে বাড়ি মাথায় তুলছ কেন??(লিজা)
কারন এরপর যে বউকে কোলে তুলব তাই!(ফয়সাল)
এই শয়তান কি বলছো!পাশের রুমে বাবা,মা আছে কিন্ত?(লিজা)
ঐ আগে বলবা না!!(ফয়সাল)
কেন আপনি কি আগে জানতে চাইছিলেন নাকি??(লিজা)
জানতে চাইনি তাতে কি!!এখন ত করতে চাইছি!(ফয়সাল)
কি করতে চাইছ??(লিজা)

কেন!বউকে আদর![দুষ্টু হাসি দিয়ে](ফয়সাল)
এই দুষ্টু ভাল হবে না!একদম কাছে আসব না বলে দিলাম!পাশের রুমে আম্মুকে ডাক দিব কিন্ত?(লিজা)
যা বাবা!!নিজের বউকে আদর করব!তার জন্য আম্মুকে ডেকে অনুমিত নিয়ে হবে নাকি?(ফয়সাল)
দেখ আমার অনেক কাজ পরে আছে!!এখন যাও বলছি!!(লিজা)
তাহলে আমার আদর??(ফয়সাল)
রাতে দেখা যাবে!(লিজা)
তাহলে এতক্ষণ কি করব??(ফয়সাল)
রুচি ডাল ভাজা খাও গিয়ে!খেতে খেতে সময় পার হয়ে যাবে।(লিজা)
আচ্ছা!!এখন দিলে না ত,রাতে সুদ সহ বুজে নিব এই বলে দিলাম!(ফয়সাল)
যাও যাও দেখা যাবে![শয়তান ছেলে সারাটা রাত আদর করে মন ভরে না,এখন আসছে দিনের বেলা!না ঘুমিয়ে,ঘুমিয়ে নিজের চোখের নিচে কালি ফালাইছে সাথে আমারো](লিজা)
ঐ শয়তান ছেলে বললা কেন??(কিছুটা গিয়েই ফেরত এসে)(ফয়সাল)
কখন!!!(লিজা)
এই যে,মনে মনে বললা!!সাথে আরো অভিযোগ করছ,আমি নাকি ঘুমাতে দেয় না,চোখের নিচে কালি পরছে!!(ফয়সাল)
ঐ তুমি মনের কথাও শুনতে পাও নাকি!!(লিজা)
হুম,,,(ফয়সাল)
কিভাবে??(লিজা)
খুব ভালবাসি যে তাই,,,,!!(ফয়সাল)
নিকুচি করি তোমার ভালবাসা!যাও বলছি আমার কাজের দেরি হয়ে যাচ্ছে!(লিজা)
যাচ্ছি,যাচ্ছি!মানুষ ঝাটা দিয়ে ময়লা তারায়, আর আপনি ঝাড়ি দয়ে বর তাড়াচ্ছেন।(ফয়সাল)
হে !!যাও যাও![মুশকি হেসে](লিজা)

এই ফাঁকে পরিচয়টা দেই,বউয়ের আদর থেকে একটু আগে বঞ্চিত মানুষটার নাম ফয়সাল(মানে আমি)।খুব সখ করে বিয়ে করে বউ আনছি,এখন যে আদর পাই তাতে মন ভরে না।তাই দিনের আলোতে একটু কাছে গেছিলাম,কি হল দেখলেনিত!তাই মনের দুঃখে মাঝে মাঝে একটা গান গাই,,
কি করে তোকে বুঝাব,কত আদর চাই আমার!!(ফয়সাল)
ঐ দুষ্টু ভাল হচ্ছে না কিন্ত!তোমাকে না কতবার বলছি,এই গানটা গাইবা না!(লিজা)
যা বাবা!মনের দুঃখে গান ও গাইতে দিবা না নাকি?(ফয়সাল)
আরেকবার গাইলে মুখে সেলাই করে দিব।(লিজা)
হায় হায় মাইয়া বলে কি?চুপ থাকাই শ্রেয়(ফয়সাল)

সেই সন্ধ্যা থেকে রুমে অপেক্ষা করছি!পাগলিটার কোন খোজ খবর নাই!!একটু পর চোখে মুখে পানি দিয়ে আসছে!কি গো তোমাকে এমন দেখাচ্ছে কেন!কি হইছে?(ফয়সাল)
শরিলটা দুর্বল লাগছে!(লিজা)
কি! কাছে আস ত দেখি?(ফয়সাল)
না!! তুমি দুষ্টামি করবা!!(লিজা)
ঐ মাইয়া মেজাজ খারাপ কইর না বললাম!দেখি কি হইছে!কপালে হাত দিয়ে দেখি শরিল ত ঠান্ডা!তাহলে কি প্রেসার লো নাকি!!ওই চলো,,,(ফয়সাল)
এত রাতে কই যাব!!(লিজা)
ফার্মেসীতে তোমার প্রেসার চেক করব।(ফয়সাল)
না যাওয়া যাবে না!!(লিজা)
কেন?(ফয়সাল)

ধরা পরে যাব তাই[মুশকি মুশকি হাসতে হাসতে](লিজা)
অহ!তার মানে আমার থেকে দূরে থাকার জন্য মিথ্যা বলছ![মন খারাপ করে](ফয়সাল)
ওরে বাবা!আমার বাবুটা দেখি রাগ করে?যতই রাগ কর!আজ আমার উপর বেশিক্ষন রাগ করে থাকতে পারবে না!!(লিজা)
কেন!!(ফয়সাল)
কারন আজ তোমাকে অন্য কোন খুশির সংবাদ দিব!(লিজা)
আমার কাছে আদরের থেকে,কি এমন খুশির সংবাদ আছে শুনি![অবাক হয়ে!](ফয়সাল)
বুদ্দু আপনি বাবা হতে চলেছেন!(লিজা)
কথাটা শুনে একটা ববালিশ বগলতলা করে ফারিহাকে কোলে তুলে নিয়ে হাটতে শুর করলাম!(ফয়সাল)
এই পাগল পরে যাব ত!আর কোথায় যাচ্ছ কাথা বালিশ নিয়ে?(লিজা)
জান্নাতে!!!(ফয়সাল)
জান্নাতে মানে?(লিজা)
কারন আমার বউটা যে বেহেস্তের হুর হয়ে গেছে!তাই এই খুশির দিনে তাকে নিয়ে জান্নাতে চলে যাব!কোলে করে ফারিহাকে নিয়ে ছাদে চলে আসলাম।
বালিশ পেতে শুতেই পাগলি আমার বুকে মাথা রেখে বুকে হাত বুলাতে বুলাতে জিজ্ঞাস করল,,,(ফয়সাল)
এই ছাদে আসলে কেন?(লিজা)
সারা রাত চাদের আলোয় তোমায় দেখব তাই!(ফয়সাল)
মানে??(লিজা)
মানে!সারা রাত আমার হুর পরীটা ঘুমাবে!আর আমি চাদের আলোয় তাকে দেখব!(ফয়সাল)
কেন?(লিজা)
আজকের এই দিনটা সরনীয় করে রাখব জন্য!(ফয়সাল)
কি!অন্যর বরেরাত এই খবর পাওয়ার পর খুশিতে বউকে কোলে নিয়ে সারা রাত আদর করে।পরের দিন সব ভুলে গিয়ে সাভাবিক হয়ে যায়।কিন্ত তুমি তা না করে শুধু আমাকে চাদের আলোয় দেখবে কেন!(লিজা)
আমি!যে সবার মত না!(ফয়সাল)
তা মশাই আপনি এমন উল্টা কেন?(লিজা)
কি!!আমি উল্টা?(ফয়সাল)
হুম!!তুমি উল্টা!!(লিজা)
ঠিক আছে!আমি উল্টা হলে সম্যসা নাই!শুধু তুমি উল্টা না হলেই হল!!!(ফয়সাল)
আমি উল্টা হব মানে????(লিজা)
মানে!তুমি উল্টা হয়ে,মেয়ে বাবুর বদলে,আবার ছেলে বাবু আইন না!!!(ফয়সাল)
জি না মশাই! আমি উল্টার বউ!পাল্টা খেয়ে,মেয়ে বাবুর বদলে,ছেলে বাবুই আনব!!!(লিজা)
কি!একদম না!আমার মেয়ে বাবু চাই!!(ফয়সাল)
জি না,আমার ছেলে বাবু চাই!!(লিজা)
মেয়ে,,,,(ফয়সাল)
ছেলে,,,,,,(লিজা)
মেয়ে,,,,,,,,,,(ফয়সাল)
ছেলে,,,,,,,,,,,,,(লিজা)

No comments

info.kroyhouse24@gmail.com