ধান্দাবাজ মেয়ে
কনার সাথে প্রথম দেখা ঢাকা -ফার্মগেটে প্রথম দেখাতেই কনাকে আমার ভালোলেগেযায়।
কনাকে আমি ফলো করতে থাকি সেটা কনা বুঝতে পানে যে আমি তাকে ফলো করছি।
সে আমাকে অভয় দেয় কথা বলার আমি সুযোগ বুঝেই বলে ফেললাম আপনার সাথে একটু কথা বলতে পারি?
কনা কৌতুহল নিয়েই বললো হ্যাঁ সিওর কিবিষয়য়ে? আমি বললাম আপনি খুব সুন্দর করে কথা বলেন।
আপনি দেখতে আমার এক মামাতো বোনের মত (পটানোর জন্য বলা মামাতো বোন এতটা সুন্দর না)
কনা-আপনার মামাতো বোনের নাম কি?
আমি- লিজা
কনা – সুন্দর নাম তো। জি হ্যা তবে আপনার মত এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না।
ও ..তাই বুঝি আমি কি সুন্দর করে কথা বলি?
জি আপনি অনেক সুন্দর করে কথা বলেন।
এটা আপনার কাছে হয়তো মনে হয় অন্য কারো কাছে নাও হতে পারে।
পাশ থেকে কনার বান্ধবি বলে চল বাসায় যেতে হবে দেরি হলে দরজা বন্ধ হয়ে যাবে।
আমি জানতে চাইলাম আপনার কোথায় যাবেন?
মেয়েটি (কনা) উত্তরা তে
উত্তারা কোথায় থাকেন?
৬ নাম্বার এ
আপনি আমি খিলক্ষেতে থাকি লেকসিটি চিনেন?
হ্যা ওটা তো একটা বিশাল আবাসিক এলাকা আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে।
আরও একবার আসেন আমি ঘুরে দেখাবো বোট আছে ঘুরিয়ে নিয়ে আসবো ।
মেয়েটি বললো আপনার নাম্বার টা দিন গেলে কল দিব ( আমার মনের কথা টা বলছে আমি তো নাম্বারটাই চাইতে পারছিলাম না)
আমার নাম্বার দিলাম কনা ও তার বান্ধবি একটা সিএনজি ধরে চলে গেলে আমরা দুই বন্ধ ৩ নাম্বার বাস ধরে খিলক্ষেত গিয়ে পৌছালাম।
কিন্তু আমার মনের মাঝে শুধু বার বার একটা কথাই সারা দিচ্ছে যে কখুন কল দিব।
পাশথেকে আমার বন্ধ আলামিন বলছে বন্ধা আমার একটা ব্যাবস্থা কর ।
তুই তো মেয়েদের সাথে কথা বলতে পারিস তুেই মেয়ে পটাতে পারবি।
কিন্তু আমি তো মেয়েদের সাথে কথা বলতে পারি না।
ঠিক আছে বন্ধু আগে কনারে সেটিং দেই তার পর ওর বান্ধবি একটা দুইটা থাকলে তোরে সিটিং কইরা দিব।
চলবে…
No comments