Breaking News

পরিবারের অবহেলা | পর্ব - ১০

তারপর আমি রিমিকে তার বাসায় নামাই দিয়া আমি নিজের বাসায় চলে আসলাম।

নিজের বাসায় এসে ঘুম দিলাম। বিকাল ৩ টায় ঘুম থেকে উঠলাম। তারপর গোসল করে কিছু হালকা খাবার খেয়ে বাইক টা নিয়ে চলে আসলাম রিমির বাসার সামনে।বাসাটা বাহিরে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। বাসার সামনে দাড়িয়ে তাকে ফোন দিলাম,,,,,
আমিঃ হ্যালো কই তুমি।
রিমিঃ এইতো রেডি হচ্ছি। আপনি কই।
আমিঃ তোমার বাসার নিচে।
রিমিঃ আপনি একটু ভিতরে আসেন তো।
আমিঃ আমি ভিতরে যাব কেন।
রিমিঃ আরে আসেন আগে পরে বলছি।
আমিঃ ওকে।

তারপর আমি বাসার কলিং বেলটাতে চাপ দিলাম। একটু পর একটা মেয়ে দরজা খুলে দিলো। মনে হয় রিমির ছোট বোন। আমাকে সে বলল,,,,,,,,,,
মেয়েটাঃ কাকে চাই।
আমিঃ আমাকে চিনো না আর তোমার নাম কি।
মেয়েটাঃ না তো আপনাকে চিনতে পারলাম না তো।আর আমার নাম নিঝুম,ইসরাত জাহান নিঝুম।
আমিঃ তুমি কি রিমির ছোট বোন।
নিঝুমঃ হুমমম।
আমিঃ আমি তোমার হবু দুলাভাই।
নিঝুমঃ ওওওওও আপনি নীল।
আমিঃহুমমম।
নিঝুমঃ আপনি বাহিরে কেন ভিতরে আসেন।
আমিঃ হুমমম।

তারপর ভিতরে গেলাম।কিছু মানুষ ও আসছে। আর মাএ ১ দিন বাকি বিয়েতে। বাসাটা আমাদের বাসার থেকে একটু বড়। অনেক সুন্দর করে সাজানো। চারদিকে নানা ধরনের শো পিছ দ্বারা সাজানো। আমি দারিয়ে আছি দেখে নিঝুম বলল,,,,,,,
নিঝুমঃ দাড়িয়ে আছেন যে বসেন না কেন।
আমিঃ হুমমম বসতেছি।
নিঝুমঃ আমি আপু ও মা কে ডাকতেছি।
আমিঃ ওকে।

তারপর রিমি ও তার মাকে ডেকে দিল নিঝুম।
আমিঃ আসসালামুআলাইকুম (শাশুরি)। কেমন আছেন।
শাশুরিঃ অলাইকুমআসসালাম। জি ভালো তুমি কেমন আছ বাবা।
আমিঃ জ্বি ভালো।
রিমিঃ মা ওনাকে কিছু খাইতে দাও
শাশুরিঃ ওকে দিচ্ছি।
(শাশুরি চলে গেল খাবার আনতে।)
আমিঃ আচ্ছা আর কতক্ষন লাগবে।
রিমিঃ আমি রেডি হয়ছি। আমাকে কেমন লাগছে বলেন তো।

আমিতো রিমির দিকে ভালো মতো দেখিইনি।
রিমিকে দেখতে পুরাই স্বর্গের অপ্সরী দের মতো লাগছে।
আর আমার দেওয়া শাড়িটা পরে আছে। হাতে হালকা কাচের চুড়ি পরছে।
কপালে ছোট্ট একটা গোলাপী কালারের টিপ।
তার চোখ আগে থেকেই অনেক সুন্দর তাতে আবার কাজল দিছে।
ঠোটে হালকা গোলাপী কালারের লিপস্টিক।
কিন্তু তার শাড়ির কুচি গুলো কেমন যেন লাগতেছে। আমি কোনো কিছু না ভেবে,
আশে পাশে না তাকিয়ে সোজা গিয়ে রিমি কুচিতে হাত দিলাম।
তারপর কুচি টা ঠিক করে দিতে গিয়ে পেটে হালকা টার্চ লাগলো।
আর ওপরে তাকিয়ে দেখলাম যে সে চোখ বন্ধ করে নিয়েছে।
তারপর আমি দাড়িয়ে তার চোখ থেকে হালকা কাজল নিয়ে তার পেটে লাগিয়ে দিলাম।
যাতে করে কারো নজর না লাগে।
তারপর আমি যেই উঠতে যা এমন সময় কারা যেন হেসে উঠল। আমিতো লজ্জায় শেষ।
পাশে তাকিয়ে দেখি যে শাশুড়ি,ও শালিকাসহ আরো অনেকেই হাসছে।
আর রিমি তো লজ্জায় চোখ বন্দ করে আছে।
শাশুরিঃ কি হলো এতক্ষন এখানে।
নিঝুমঃ ফ্রিতে মুভি দেখা হলো আরকি।
রিমিঃ মা তোমাকে না খাবার আনতে বললাম।
শাশুরিঃ নিয়ে আসছি তো।
রিমিঃ তাহলে তুমি যাওতো আমার লজ্জা লাগছে।
শাশুরিঃওকে। (হাসগে হাসতে চলে গেলো)

তারপর আমি একটু মিস্টি খেয়ে চলে আসলাম রিমিকে নিয়ে ঘুরতে।
এখন আমি আর রিমি একটা লেক এর পারে হাটতেছি। হঠাৎ করে রিমি আমার হাত ধরে ফেললো।
আমি কিছুই বললাম না।
রিমি বলতে লাগলো,,,
রিমিঃ বাসায় ওমন করলেন কেন।
আমিঃ কেমন করলাম।
রিমিঃ ওইযে আমার কুচিতে হাত দিলেন।
আমিঃ কুচিটা বাকা ছিল তাই সোজা করে দিচ্ছিলাম।
রিমিঃ তাই বলে সবার সামনে।
আমিঃ খেয়াল ছিল না।
রিমিঃ ওওওও। আর আপনাকে আজ অনেক সুন্দর লাগছে।
আমিঃ তাই। আচ্ছা তুমি আগে বলনাই কেন তোমার বোন আছে।
রিমিঃ এমনি।
আমিঃ ওওওও।

এতক্ষন রিমি আমার হাত ধরেই কথা বলছিল।
সন্ধা হয়ে আসছিল তাই দেরি না করে আমি আর রিমি
আর একটু ঘুরে ফুসকা খেয়ে রিয়ার জন্য ও নিঝুম এর জন্য ফুসকা নিয়ে বাসার দিকে রওনা দিলাম।
বাসায় আসার সময় নিঝুম এর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম।
কিন্তু রিমি কে বলি নাই এটা কার জন্য।

আমি রিমিকে বললাম যে সে যেন নিঝুম কে এখানে মানে বাসার বাহিরে পাঠিয় দেয়।
কিছুক্ষন পর নিঝুম আসল,,,,,,,
নিঝুমঃ দুলাভাইইইইইই
আমিঃ শালিইইইইইই।
পিছন থেকে রিমি বলল
রিমিঃ চিল্লাও কেন তোমরা।
আমিঃ না এমনি। নিঝুম এগুলো তোমার জন্য।
(শাড়ি আর একটা ফুসকার প্যাকেট দিলাম)
তারপর আমি বাসায় চলে আসলাম।
তারপর রিয়াকে ফুসকার প্যাকেট দিলাম। রিয়া তো খুব খুশি হইছে ফুসকা পেয়ে।
শুধু আজকে না আরো অনেক দিন তার জন্য আমি ফুসকা নিয়া আসছি আর সে এমন খুশি হইছে।

আমি আমার রুমে শুয়ে আছি এমন সময় একটা রং নাম্বার থেকে ফোন আসে।
আমি পিক করলাম,,,,
আমিঃ হ্যালো।
ওপাশেঃ আমি নিঝুম।
আমিঃ ওওও শালিইই।
নিঝুমঃ হুমমমম। দুলাভাই শাড়িটা কিন্তু সেই হইছে। আর ফুসকার জন্য uuummmhhhh
আমিঃ গুড।
তারপর আর কিছুক্ষন কথা বলে ফোনটা রেখে দিলাম।
রিমির কাছে ফোন দিয়ে কিছুখন কথা বলে ফোনটা রেখে দিলাম।
একটু আগে আমি আর রিমি ২ রাকাত নামাজ পরলাম।
এখন দুজনে বসে গল্প করছি। ৫ ঘন্টা আগে আমাদের বিয়ে হইছে।

চলবে....

No comments

info.kroyhouse24@gmail.com