পরিবারের অবহেলা | পর্ব - ১৪

বাসার সামনে এসে কিছুক্ষন কলিং বেল চাপার পর একটা ছোট্ট একটা মেয়ে এসে দরজা খুলে দিল।আমি তো তার কথা শুনেই আবাক। সে দরজা খুলে দিয়ে আমার দিকে তাকি বলল,,,

সেঃ কাতে ছাই।(পিচ্চি তাই কথা তোতলাচ্ছে)
আমিঃ কাউকে তো চাই না। তুমি কে।
সেঃ আমি নীরি, নীরি জান্নাত। আন্নি তে।
আমিঃ আমি তো নীল। তুমি এই বাড়িতে কি কর।
নীরিঃ এইযে এতা আমাত দাদু বাতা।
আমিঃ তোমার দাদু বাসা মানে।
নীরিঃ আমি এত বালিল মেয়ে।
আমিঃ আচ্ছা বাদ দাও। আমি কি ভিতরে আসতে পারি।
নীরিঃ না আন্নি দালান আমিত আন্তি তে ডাত দেই।
আমিঃ আচ্ছা।

তারপর নীরি চলে গেল। আর এদিকে রাকিব বলল,,
রাকিবঃ নীল তুই বাসায় থাক আমি একটু আসতেছি।
আমিঃ কই যাবি।
রাকিবঃ আরে অনেক দিন পরে আসলাম। তাই নিলয় দের সাথে দেখা করে আসি
আমিঃ আচ্ছা যা।
রাকিব চলে গেল আর মুনিয়া আমার সাথে থাকল। এমন সময় রিমি বলে উঠল,,,,,,,
রিমিঃ কে আসছে নীরি।
নীরিঃ আমিত ছিনি না।
রিমিঃ দারা আমি আসছি।
তারপর রিমি এসে আমাকে দেখে আবাক হয়ে গেল। কোনো কথা না বলে দরজা খুলে দিল।
আমি আর মুনিয়া ভিতরে চলে আসলাম। মুনিয়াকে দেখে রিমি আবার আবাক হল।
সেদিকে খেয়াল না করে ভিতরে গিয়ে সোফায় বসে পরলাম আমি আর মুনিয়া
একটু পরে রিয়া আসলে। আমাকে আর মুনিয়াকে দেখে বলল,,,,,
রিয়াঃ কিরে তোকে না এই মেয়ে টার জন্য এই বাড়ি থেকে বের করে দিছিল।
তাও আবার এই বাড়িতে আসছিস কেন তাও এই মেয়ে কে নিয়ে।

আমিঃ কেমন আছিস
রিয়াঃ সেটা তোর জানার প্রয়োজন নাই। তোর জন্য আমি রিমি কাছে আজ অপরাধি।
রিমিঃ রিয়া বাদ দে না।
রিয়াঃ তুই চুপ থাক আর সেদিন যদি ছবিটা না দেখাতি তাহলে তো জানতেই পারতাম না আমার ভাই এমন। সরি তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে।
রিমিঃ ওনাকে বকছিস কেন উনিতো খুব ভালো মানুষ।
নিলর্জ বেহায়ার মতো আবার এই বাড়িতে ফিরে আসছে।
রিয়াঃ বুঝতে পারছি বাসায় তো বাবা মা নাই তাই আসছে
কিন্তু একটু পরেই তো বাবা মা চলে আসবে তখন কি হবে।

আমিঃ বাবা মা কোথায় গেছে রে।
রিমিঃ সেটা কি আপনাকে বলতে হবে নাকি।
রিয়াঃ এই ফালতু মেয়ে তুই ওর সাথে কেন আসছিস যা এখান থেকে। (মুনিয়াকে বলল)
আমিঃ রিয়া মুনিয়াকে কিছু বলিস না।
রিমিঃ তাকে বলবে কেন সেই তো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর আপনি কেন আবার এই বাড়িতে ফিরে এসে ছেন বলেন। আমরা তো সুখেই আছি। নাকি আবার আমাদের জিবন টা শেষ করে দিতে এসেছেন।
আমিঃ কি বলছ এগুলো আমি তোমাদের জিবন শেষ করে দিতে এসছি।আমার ভাবতেই কেমন যানি লাগছে বাবা মা থাকলে তোমরা আমাকে এভাবে বলতে পারতে না।
এমন সময় বাবা বাসায় ডুকে বলল,,
বাবাঃ ঠিকি বলছিস আমি থাকলে ওরা এভাবে বলতে পারত না। কারন কি জানিস আমি ওদের সাথে কথা বলার আগেই তোকে বাসা থেকে আবার ঘার ডাক্কা দিয়ে বের করে দিতাম।
মাঃ তুই এখনি ওই রাস্তার মেয়েকে নিয়ে এই বাসা থেকে চলে যা।
আমিঃ তোমরা কেউ মুনিয়াকে কিছুই বলবে না।

মুনিয়াঃ আপনারা হয়ত ভুল করছেন।
রিমিঃ এই তুই চুপ চাপ থাক।
আমিঃ মুনিয়া একটু চুপ থাক প্লিজ। একটু পরই চলে যাব।
রিমিঃ তারাতারি যান।
এমন সময় নীরি বলল,,,
নীরিঃ আম্মু তুমি তাতে বকত কেনো।(রিমিকে বলল)
রিমিঃ মা তুমি রুমে যাও।
আমিঃ ওটা কে।
রিমিঃ এটা আমার মেয়ে। শুধু আমার মেয়ে।
আমিঃ তার মানে নীরি আমার মেয়ে।
রিয়াঃ তোর মেয়ে না তুই ওকে ছুবি না বলে দিলাম।
আমিঃ ওকে একটু কোলে নিই।
রিমিঃ রিয়া কি বলল শুনতে পান নি।
আমিঃ ওওও আচ্ছা। আর শুনো সবাই আজকেও তোমরা আমাকে বাড়ি থেকে তারিয়ে দিলে।
ভাবছিলাম যে আজকে আমাকে দেখে খুশি হবে।
সেদিন আমাকে কিছুই বলতে দেও নি তোমরা। আজকে শুধু
এটুকুই বলব যে মুনিয়ার সাথে আমার কোনো সম্পক ছিল না।
আমরা যাস্ট ফ্রেন্ড ছিলাম। আর সে আমাকে বড় ভাই মানে।

রিমিঃ আপনার কথা শুনতে ভালো লাগছে না চলে যান তো।
আমিঃ ওকে চলে যাচ্ছি। আর মুনিয়া আমাকে ক্ষমা করে দিয়ো।
সবার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি।
মুনিয়াঃ আপনারা কেন এত বড় ভুল করলেন।
রিয়াঃ তোদের কথা শুনতে ভালো লাগছে না চলে যা তো।
আমিঃ মুনিয়া চলো।
তারপর আমি আর মুনিয়া চলে আসতে যাব এমন সময় রাকিব আসল।
আমাদের চলে যেতে দেখে বলল,,,,
রাকিবঃ তোমরা চলে আসছ যে।
আমিঃ কাজ আছে চলো।
রাকিবঃ কি কাজ রে।
আমিঃ তুই যাবি কি না।(রেগে বললাম)
রাকিবঃ (বুঝতে পারছে আমি রেগে গেছি)।
দারা আমি একটু কথা বলে আসি ভাবি আর রিয়াদের সাথে।
আমিঃ আমরা বাহিরে আছি তুই আয়।

রাকিবঃএখানেই থাক।
রাকিব গিয়ে বাবা কে বলল,,,,,,,
রাকিবঃ কেমন আছেন কাকু।
বাবাঃ ভালো আছি তুমি।
আমিঃজ্বি ভালো
রিয়াঃ রাকিব ভাইকে তো আর দেখাই যায় না।
সেই যে গেলেন আর তো আসলেন না বা ভাবিকে দেখালেনও না।
রাকিবঃ কি বল আমার বউকে দেখনি।
রিমিঃ না তো ভাইয়া।
রাকিবঃ কেন নীল বলে নি কিছু
মাঃ না তো।
রাকিবঃ ওওও। আচ্ছা পরিচয় করে দেনই। এই মুনিয়া এদিকে আসে তো।
মুনিয়াঃ জ্বি বলো।
রাকিবঃ এটাই আমার বউ মুনিয়া।
মুনিয়াঃ (নীলের বাবা মাকে সালাম করল)
আর বাড়ির সবাই তো আবাক,,,,,,

চলবে....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url