পরিবারের অবহেলা | পর্ব - ০৬

আমি চলে আসলাম বাসায় আর রাকিব সহ বাকি সবাই তার নিজের বাসায় চলে গেল।বাসায় গিয়ে আমি রাতের খাবার খেয়ে।পড়তে বসলাম। তারপর একটুখানি পড়ে শুইয়ে পরলাম।

সকালে রিয়ার ডাকে ঘুম ভাংল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম।
সকালের খাবার খেয়ে আমি আর রিয়া চলে আসলাম ভার্সিটি তে।
আমি আর রিয়া যখনি ভার্সিটির গেইট দিয়ে ঢুকতে যাব এমন সময় রিমি বলে উঠল,,,,,,,,,
রিমিঃ কিরে রিয়া কেমন আছিস।
রিয়াঃ হুমম ভালো রে।
রিমিঃ আপনি কেমন আছেন নীল সাহেব।
রিয়াঃ জ্বী ভালো আছি।তুমি কেমন আছ।
রিমিঃ হুমমমম ভালো আছি।
আমিঃ ভালো। আচ্ছা রিয়া তুই থাক আমি গেলাম।
রিয়াঃ ওকে যা। কিন্তু যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাস।
আমিঃ ওকে নিয়ে যাব নি।

চলে আসলাম ওদের কাছে থেকে। রিমি মেয়েটা আসলে অনেক সুন্দর।
চোখ গুলো ঠিক বিড়ালের চোখের মতো। গায়ের রং পুরাই দুধে আলতা।
দেখতে মাস্ আল্লাহ অনেক সুন্দর।
যে কাউকে সুন্দর্য দিয়ে মুগ্ধ করার মতো মায়া আছে তার কাছে।
আর আমাকে পাগল করার জন্য শুধু তার হাসি টাই প্রয়োজন।
কারন হাসলে যে তার গালে টোল পরে। মনে চায় তার গালের ওই টোলে নিজেকে হারিয়ে ফেলি।
কিন্তু আফসোস তা পারমু না। কারন হলো আমি সেই টোল থেকে অনেক অনেক বড়।
আমার রিমিকে খুবই ভালো লাগে সেই প্রথম দিন থেকেই।
আজকে তিন দিন হল রিমির সাথে আমার পরিচয়। রিয়ার সাথেও ওই তিন দিনের পরিচয়।
কিন্তু তাদের দেখলে বোঝাই যায় না যে তারা মাএ তিন দিন হল পরিচিত হয়েছে।

এসব ভাবতে ভাবতে চলে আসলাম বন্ধুদের কাছে। তারপর আড্ডা দিতে শুরু করলাম।
আমিঃ তারপর বল তোরা কেমন আছিস।
রাকিবঃ ভাই তুই কথাই বলিস না।
নীলয়ঃ আরে বেটা ভালো আছি সবাই শুধু রাকিব বাদে। তুই কেমন আছিস
আমিঃ আরে শালারা আমি তো ভালোই থাকি সব সময়। আর রাকিব তোর কি হইছে।
রাকিবঃ তুই কালকে আমারে ফান্দে ফালাইয়া ১০৬০ টাকা উধাও করলি কেন।
আমিঃ আরে ভাই আমি কি সাধে তোর আর মুনিয়ার সেটিং করাই নাকি।
এই খাওয়াটার জন্যই তো করি তাই না।

নীলয়ঃ আচ্ছা এসব বাদ দিয়ে এখন বল যে রিয়ার সাথে মেয়েটা কে।
আমিঃ ওটা তোদের ভাবি।আর রিয়ার বান্ধবী
রাকিবঃ ভাবি মানে বুঝলাম না রে।
আমিঃ আরে আমার ভাই ওটা আমার হবু বউ। আর আমার বউ মানে তোদের ভাবি।
রাকিবঃ আরে বাহহহ ভালো তো, তোর বিয়া ঠিক করা আছে আর আমাদের বলিস নাই।
আমিঃ আরে বেটা ওই মাইয়া নিজেও জানে না যে আমি ওর হবু স্বামি
রাজঃ আরে ভাই নীল ফাইজলামি বাদ দিয়া ক না ওইটা কে।
আমিঃ আরে ওটা রিয়ার ফ্রেন্ড।
নীলয়ঃ ভাই নীল তোর সাথে কিন্তু সেই মানাবে।
আমিঃ হুমমম ভাই তোরা যখন বলছিস মানাবেই তো।
রাকিবঃ মেয়েটার নামই তো বললি না।
আমিঃ রিমি।

তারপর আরো কিছুক্ষন আড্ডা দিয়ে চলে আসলাম সবাই ক্লাস করতে।
ক্লাস করে যে যার মতো বাসায় চলে যাবো এমন সময় মনে পরল রিয়ার কথা,,
রিয়া তাকে সাথে করে নিয়ে বাসায় যাইতে কইছে,, চলে আসলাম গেইটের সামনে।
এমন সময় অাননোন একটা নাম্বার থেকে ফোন আসে,,,,,,
আমিঃ হ্যালো কে বলছেন।
ওপাশ থেকেঃ আমি রিয়া,কই তুই।
আমিঃ আমি গেইটের সামনে তোর জন্য অপেক্ষা করছি।
রিয়াঃ দুই মিনিট দারা।

ফোনটা কেটে গেল। আর আমি বসে থাকলাম বাইকের ওপর। এমন সময় রিয়া আসল,,,,,,,
রিয়াঃ কিরে।
আমিঃ তোর আসতে এত সময় লাগলো কেন।
রিয়াঃ আরে তোর ডিপাটমেন্টের কাছে থেকে আসতে সময় লাগল।
আমিঃ আমার ডিপাটমেন্টে কেন।
রিয়াঃ আরে তোর জন্যই গেছিলাম।
আমিঃ ওওও। এখন চল।
রিয়াঃ দারা রিমি আসুক।
আমিঃ কেন।
রিয়াঃ রিমি আমাদের সাথে যাবে তাই।
আমিঃ ওওওও।
তারপর রিমি আসল, আর আমি তাদের নিয়ে বাসায় চলে আসলাম,,,,,,,,

চলবে....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url