পরিবারের অবহেলা | পর্ব - ০৫

তারপর মুনিয়া দের বাসা থেকে সোজা আমাদের আড্ডা দেয়ার স্থানে চলে গেলাম। আমাকে আসতে দেখে রাকিব বলল,,,,,

রাকিবঃ কিরে তোর আসতে এত দেরি হল কেন।
আমিঃ শালা তোর জন্যই তো দেরি হল।
রাকিবঃ আমি আবার তোরে কি করলাম যে আমার জন্য দেরি হল।
আমিঃ আরে শালা রে কি আর কমু তোরে।
তোর বাপের বিয়াই এর বাড়িতে গেছিলাম।
জয়ঃ তোরা কি কছ না কছ আমরা তো কিছু বুঝতে পারতেছি না।
আমিঃআরে রাকিবের গফ এর বাসায় গেছিলাম।
নীলয়ঃ ভাই একটু বুঝাই ক।
আমিঃ আরে ভাই রাকিব আর ওর গফ এর ঝগড়া লাগছিল। তাই সালায় আমারে ওদের ব্যাপার টা ঠিক করে দিতে বলল।আর এখন সালায় আমারে কয় আমি নাকি দেরি করে আসলাম।
রাকিবঃ আগে বলবি না তুই মুনিয়ার বাসায় গেছিলি।
রাজঃ তো সব সমস্যার সমাধান কইরা আসলি তো নাকি।
আমিঃ হুমম ভাই।

নীলয়ঃ তো রাকিব ভাইয়া এখন আপনার সব ঠিক হয়ে যাবে তাই না।
আমিঃ আরে দেখ এখনি সালার কাছে ফোন আসবে।
রাকিবঃ যদি ৫ মিনিট এর মধ্যে ফোন আসে তাহলে তোদের সবাই কে ট্রিট দিব।
আমিঃ তাই নাকি।সত্যি বলতেছোস তো।
রাকিবঃ হুমমম।
আমিঃ ওকে।তবে একটা শর্ত আছে।
রাকিবঃ বল কি শর্ত আবার।
আমিঃ ফোন পিক করার আগে ট্রিটের অর্ডার দিবি।
রাকিবঃ আচ্ছা।আর ফোন না আসলে তুই ট্রিট দিবি।
আমিঃ ওকে।


তারপর আমি মুনিয়ার কাছে মেসেজ দিলাম,,,,,
তুমি তারাতারি রাকিব এর কাছে ফোন করো না হলে রাকিব বিষ খাবে।
আর তুমি তো জানই রাকিব তোমার জন্য সব করতে পারে,,,,,

তারপর ৩ মিনিট এর মধ্যে রাকিবের ফোনে ফোন আসল।আর তাও মুনিয়ার নাম্বার থেকে।
তারপর রাকিব সবার জন্য খাবার অর্ডার দিয়ে ফোন ধরল,,,,,,
রাকিবঃ হ্যালো
মুনিয়াঃ এই তুমি কি পাগলামো শুরু করছ হ্যা।
রাকিবঃ আমি আবার কি করলাম।যা করার তা তো তুমি করছ।
মুনিয়াঃ কিইই আমি আবার কি করলাম।
রাকিবঃ তুমিই তো আগে ঝগড়া শুরু করেছ
মুনিয়াঃ হ্যা করছিই তো। তুমি কেন সিগারেট খাও।
রাকিবঃ আর খাব না।
মুনিয়াঃ হুমম ঠিক আছে আর তুমি বিষ খাবা কেন,তোমার কিছু হলে আমি বাচব না।
রাকিবঃ কিইই আমি বিষ খাব,তোমাকে কে এই কথা বলল।
মুনিয়াঃ একটু আগেই না নীল ভাইয়া মেসেজ দিয়া বলল।
রাকিবঃ কিইই।
মুনিয়াঃ হুমমম।
রাকিবঃ আমার সব টাকা শেষ মাটি হয়ে গেল গো।
মুনিয়াঃ কেন কি হল আবার।
রাকিবঃ কিছুনা পরে তোমার কাছে ফোন দিচ্ছি।
মুনিয়াঃ ওকে।

তারপর রাকিব ফোনটা রেখে আমাকে বলল,,,,,,
রাকিবঃ আমার বিষ কই রে নীল।
আমিঃ আরে ধর তুই আর বিষ।বিষ আবার কই থেকে আসল।
রাকিবঃ তুই নাকি মুনিয়াকে বলছিস যে আমি বিষ খাবো মুনিয়া যদি আমার সাথে কথা না বলে।
আমিঃ আরে ভাই ট্রিট টা পাওয়ার জন্যই তো মেসেজ দিলাম।
রাকিবঃতাই নাকি
আমিঃহুমমম রে বন্ধু।
রাকিবঃ তাহলে এবার বিল টা তুই দে।
আমিঃ তাই নাকি
রাকিবঃহুমমম
আমিঃ অর্ডার দিছে কে।
রাকিবঃ আমি
আমিঃওও। তাইলে চুপ থাক।

তারপর যখন যে যার মতো চলে আসতে যাব এমন সময় রাকিব বলল,,,,,
রাকিবঃ কিরে নীল বিল দে।
আমিঃ তুই দে
রাকিবঃপারব না।
আমিঃ তুই অর্ডার দিছোস তুই দে।
রাকিবঃপারব না বিল দিতে তুই দে।
আমিঃ মামা(ম্যানেজার) যে অর্ডার দিছে তার থেকে বিল নেন আমি গেলাম।

তারপর আমি চলে আসলাম বাসার দিকে।
আর আমি জানি রাকিব বিল দিয়ে বাসায় চলে যাবে,,,,

চলবে...
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url